আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০১৯-এর জন্য সবার আগে প্রস্তুতি সেরে দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। আজ বুধবার আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। কেন উইলিয়ামসনকে অধিনায়ক হিসেবে রাখা হয়েছে চূড়ান্ত তালিকায়।
আগামী ৩০ মে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে পর্দা উঠবে বিশ্বকাপের দ্বাদশ আসরের। ১ জুন শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযানে নামবে উইলিয়ামসন বাহিনী।
নিউজিল্যান্ড দলে সবচেয়ে বড় চমক লেগ স্পিনার ইশ সোধি ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান টম ব্লান্ডেল। দুজনকে নিয়েই বিশ্বকাপ মিশনে যাচ্ছেন কিউইরা।
উইকেটরক্ষক টম লাথামের ব্যাকআপ হিসেবে দলে নেয়া হয়েছে ব্লান্ডেলকে।
ইনজুরির কারণে বাদ পড়েছেন অ্যাডাম মিলনে। অলরাউন্ডার হিসেবে থাকছেন জিমি নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার ও কলিন মুনরো।
বিশ্বকাপ স্কোয়াডের ১৫ জন
কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, রস টেইলর, টম লাথাম (উইকেটরক্ষক), কলিন মুনরো, টম ব্লান্ডেল, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, জিমি নিশাম, ইশ সোধি, ম্যাট হেনরি, লুকি ফার্গুসন, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।