ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ থেকে মাঠে ফেরার কথা ছিল মাহমুদউল্লাহ রিয়াদের। কিন্তু ইনজুরির কারণে দ্রুত তিনি মাঠে ফিরতে পারছেন না, তাই ডিপিএলে মাহমুদউল্লাহকে দেখার সম্ভবনা নেই বললেই চলে।
সূত্রে জানা গেছে, মাহমুদউল্লাহর ইনজুরিটি গ্রেড-থ্রি টিয়ারের। সাময়িক তাকে বিশ্রাম দেয়া হয়েছে। তবে এতেও সুস্থ না হলে যেতে হবে অস্ত্রোপচারের টেবিলে। আর তা হলে, বিশ্বকাপ নিয়ে শঙ্কা দেখা দিতে পারে এই অভিজ্ঞ ক্রিকেটারের।
নিউজিল্যান্ড সফরে সিরিজের প্রথম টেস্টেই কাঁধের চোটে পড়েন মাহমুদউল্লাহ। তবে সেই চোট তাৎক্ষণিকভাবে তেমন না ভোগালেও এখন আবার মাথাচড়া দিয়েছে।
ঢাকা প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফটে মাহমুদউল্লাহকে কিনে নেয় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তবে নিউজিল্যান্ড সিরিজের কারণ ডিপিএলের প্রথম রাউন্ডের ম্যাচ গুলো খেলতে পারেন নি তিনি। কিন্তু আশা করা হয়চ্ছিলো, ডিপিএলের সুপার লিগ থেকে মাঠে ফিরবেন তিনি।
কিন্তু যেহেতু তাকে ১৫ দিন বিশ্রামে দেওয়া হয়েছে, তাই তার আর ডিপিএলের সুপার লিগে ফেরা হচ্ছে না। শুধু তাই নয়, মাহমুদউল্লাহর ইনজুরি কারণে বিশ্বকাপ খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
গ্রেড-থ্রি টিয়ার বা কাঁধে ইনজুরির সমস্যার কারণে আপাতত তিনি ব্যাটিং কিংবা বোলিংয়ের অনুশীলন করতে পারছেন না। তবে মঙ্গলবার শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে রানিং করেছেন। বেলা সাড়ে ১২টা থেকে এক পর্যন্ত তিনি দৌড়ান। গুণে গুণে মাঠে পাঁচ চক্কর দেন তিনি।
মাহমুদউল্লাহর ইনজুরিরর বিষয়ে বিসিবি প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানান, সোমবার এমআরআই রিপোর্ট হাতে পেয়েছেন। তবে এখনই বিস্তারিত জানাতে পারবেন না বলে জানান।