সুপার সিক্স নিশ্চিত করলো আবাহনী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২৫ পিএম, ০১ এপ্রিল ২০১৯
সুপার সিক্স নিশ্চিত করলো আবাহনী

ফাইল ছবি

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে সুপার লিগ নিশ্চিত করলো আবাহনী লিমিটেড। আজ অষ্টম রাউন্ডের ম্যাচে আবাহনী ১৩২ রানের বড় ব্যবধানে হারিয়েছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে।

এই জয়ে ৮ খেলায় ৭ জয় ও ১ হারে ১৪ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে টেবিলের শীর্ষেও থাকলো আবাহনী। অন্যদিতে, সমানসংখ্যক ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে খেলাঘর।

সাভারের চার নম্বর মাঠে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় খেলাঘর। ব্যাট হাতে নেমে ভালো শুরু করতে পারেনি আবাহনী। ৫৭ রানে ২ উইকেট হারায় তারা। জহিরুল ইসলাম ২৫ ও সৌম্য সরকার ১২ রান করে ফিরেন।

তবে নাজমুল হোসেন শান্ত ও সাব্বির রহমানের ব্যাটিং দৃঢ়তায় বড় স্কোরের ভিত পায় আবাহনী। কিন্তু দলীয় ১৭৩ রানের মধ্যে শান্ত-সাব্বির ও অধিনায়ক মোসাদ্দেক হোসেন ফিরে গেলে বড় স্কোর নিয়ে সংশয়ে পড়ে আবাহনী। শান্ত ৬০, সাব্বির ৪৯ ও মোসাদ্দেক ১১ রানে আউট হন।

পরের দিকে মেহেদি হাসান মিরাজের ৫৪ বলে ৪৭ রানে ৮ বল বাকী থাকতে ২৬২ রানে গুটিয়ে যায় আবাহনী। খেলাঘরের রবিউল হক ৬৪ রানে ৫ উইকেট নেন।

জবাবে আবাহনীর বোলিং তোপে মাত্র ১৩০ রানেই গুটিয়ে যায় খেলাঘর। দলের পক্ষে মোসাদ্দেক ইফতেখার অপরাজিত ৩৬ ও শাহরিয়ার কমল ৩২ রান করেন। আবাহনীর সানজামুল ইসলাম ৩৬ রানে ৪ উইকেট, নাজমুল ইসলাম-মিরাজ ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন নাজমুল হোসেন শান্ত।



শেয়ার করুন :


আরও পড়ুন

চেন্নাইয়ের কাছে হেরে গেল রাজস্থান

চেন্নাইয়ের কাছে হেরে গেল রাজস্থান

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

টানা হারে বেশ চাপে বিরাট কোহলি

টানা হারে বেশ চাপে বিরাট কোহলি

আয়ারল্যান্ড সফরে বাড়তি নিরাপত্তা চেয়েছে বিসিবি

আয়ারল্যান্ড সফরে বাড়তি নিরাপত্তা চেয়েছে বিসিবি