পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৯ এএম, ০১ এপ্রিল ২০১৯
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

সিরিজ হেরেছিল আরও আগেই। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের এবার অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো পাকিস্তান। সবশেষ রোববারের (৩১ মার্চ) ম্যাচে রানের ব্যবধানে হেরে গেছে পাকিস্তান।

সিরিজে অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। নিজেদের দ্বিতীয় হোম ভেন্যু খ্যাত আরব আমিরাতে প্রথম চার ম্যাচে কোন প্রতিদ্বন্দ্বী ছাড়াই হেরেছে শোয়েব মালিকরা। এবার সিরিজের শেষ ম্যাচে হারের মধ্য দিয়ে হোয়াইটওয়াশের লজ্জা পেল পাকিস্তান।

দুবাইয়ে রোববার সিরিজের শেষ ও পঞ্চম ওয়ানডে টস হেরে প্রথমে ব্যাট করে রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩২৭ রান করেন অ্যারন ফিঞ্চরা।

বিশ্বকাপের আগে দুরন্ত ফর্মে থাকা ওপেনার উসমান খাজা করেন ৯৮ রান। ১৩৪ রানের ওপেনিং জুটিতে ৫৩ রান করে সাজঘরে ফেরেন দলনায়ক ফিঞ্চ।

এরপর ব্যাট হাতে অর্ধশত রানের দেখা পান শন মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েল। মার্শ ৬৮ বলে ৬১ রানে ফেরার পর ঝড় তোলেন ম্যাক্সওয়েল। মাত্র ৩৩ বলে ১০টি চার ৩টি ছয়ে ৭০ রান করে জুনায়েদ খানের বলে আউট হন তিনি।

পাকিস্তানের হয়ে বল হাতে উসমান শিনওয়ারি ৪টি এবং জুনায়েদ খান ৩টি উইকেট নেন।

৩২৮ রানের বিশাল লক্ষ্যকে সামনে রেখে ব্যাট করতে নামে আগেই সিরিজ হারা পাকিস্তান। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে একমাত্র লক্ষ্য ছিল জয় তুলে নিয়ে হোয়াইটওয়াশের লজ্জা থেকে রক্ষা পাওয়া। তবে শেষ পর্যন্ত তা আর হলো না।

ব্যাট হাতে ওপেনার শান মাসুদ ৫০ রান করেন। হারিস সোহেল ১২৯ বলে ১৩০ রানের ইনিংস খেলেন। এছাড়া উমর আকমল ৪৩ ও অধিনায়ক ইমাদ ওয়াসিম ৫০ রান করলেও হার ঠেকানো সম্ভব হয়নি। নির্ধারিত ৫০ ওভার শেষে ৩০৭ রান সংগ্রহ করে পাকিস্তান।

অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে জেসন বিহারড্রপ ৩টি উইকেট তুলে নেনে। এছাড়া বাকি চারজন একটি করে উইকেট তুলে নেন।

সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া : ৫০ ওভারে ৩২৭/৭ (খাওয়াজা ৯৮, ফিঞ্চ ৫৩, মার্শ ৬১, ম্যাক্সওয়েল ৭০; আব্বাস ০/৭১, জুনাইদ ৩/৭৩, ওয়াসিম ০/৫১, শিনওয়ারি ৪/৪৯)

পাকিস্তান : ৫০ ওভারে ৩০৭/৭ (মাসুদ ৫০, হারিস ১৩০, আকমল ৪৩, ওয়াসিম ৫০, ইয়াসির ১১; বেহরেনডর্ফ ৩/৬৩, রিচার্ডসন ১/৬১, লায়ন ১/৫০, ম্যাক্সওয়েল ১/৪৫, জ্যাম্পা ১/৬৮)

ফল : অস্ট্রেলিয়া ২০ রানে জয়ী
সিরিজ : পাঁচ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ৫-০ ব্যবধানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ : গ্লেন ম্যাক্সওয়েল
ম্যান অব দ্য সিরিজ : অ্যারন ফিঞ্চ।



শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তানকে আইসিসির জরিমানা

পাকিস্তানকে আইসিসির জরিমানা

জোড়া সেঞ্চুরির পরও জয় পেল না পাকিস্তান

জোড়া সেঞ্চুরির পরও জয় পেল না পাকিস্তান

পাকিস্তানের বাঁচা-মরার ম্যাচে সিরিজ নিশ্চিত চায় অস্ট্রেলিয়া

পাকিস্তানের বাঁচা-মরার ম্যাচে সিরিজ নিশ্চিত চায় অস্ট্রেলিয়া

ফিঞ্চের টানা সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার দাপুটে জয়

ফিঞ্চের টানা সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার দাপুটে জয়