পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতেই পারছে না পাকিস্তান। দ্বিতীয় হোম ভেন্যু খ্যাত আরব আমিরাতে প্রথম চার ম্যাচের সবগুলোতেই কোন প্রতিদ্বন্দ্বী ছাড়াই হেরেছে শোয়েব মালিকরা।
সিরিজের শেষ ম্যাচে জয় পেলে হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে পারবে তারা। কিন্তু এর জন্য দরকার ৩২৮ রান।
দুবাইয়ে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩২৭ রান তুলেছে অ্যারন ফিঞ্চরা। অজিদের হয়ে দুরন্ত ফর্মে আছেন ওপেনার উসমান খাজা। আজ ৯৮ রানে আউট হয়েছেন। ১৩৪ রানের ওপেনিং জুটিতে ৫৩ রান করে ফেরেন দলনায়ক ফিঞ্চ।
এরপরে অর্ধশত রানের দেখা পান শন মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েল। মার্শ ৬৮ বলে ৬১ রানে ফেরার পর ঝড় তোলেন ম্যাক্সওয়েল। মাত্র ৩৩ বলে ১০টি চার ৩টি ছয়ে ৭০ রান করে জুনায়েদ খানের বলে আউট হন। এরপর অজি ইনিংসে ওভারের কোটা শেষ হয়।
পাকিস্তানের হয়ে বল হাতে উসমান শিনওয়ারি ৪টি এবং জুনায়েদ খান ৩টি উইকেট নেন। এখন ক্রিজে নামবে পাকিস্তানি ওপেনারদ্বয়।