হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে বোলিংয়ে পাকিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪২ পিএম, ৩১ মার্চ ২০১৯
হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে বোলিংয়ে পাকিস্তান

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম চার খেলায় টানা হেরে ট্রফি হাতছাড়া করেছে পাকিস্তান।

মগজধোলাই এড়ানোর শেষ ম্যাচে রোববার টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের নতুন অধিনায়ক ইমাদ ওয়াসিম।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

সিরিজের শেষ ম্যাচে একটি পরিবর্তন এনেছে পাকিস্তান। দলে ফিরেছেন মোহাম্মদ আব্বাস। পেস বোলার মোহাম্মদ হাসনাইনের পরিবর্তে খেলছেন তিনি।

পাকিস্তান ক্রিকেট দল:
শান মাসুদ, আবিদ আলী, হারিস সোহেল, সাদ আলী, উমর আকমল, ইমাদ ওয়াসিম (অধিনায়ক), মোহাম্মদ রেজওয়ান, ইয়াসির শাহ, উসমান সেনওয়ারি, জুনায়েদ খান ও মোহাম্মদ আব্বাস।

অস্ট্রেলিয়া ক্রিকেট দল:
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), উসমান খাজা, শান মার্স, পিটার হ্যান্ডসকম্ব, গ্ল্যান ম্যাক্সওয়েল, মার্কু স্টইনিস, অ্যালেক্স কেরি, নাথান লায়ন, অ্যাডাম জাম্পা, কেন রিচার্ডসন ও জেসন বিহারড্রপ।



শেয়ার করুন :