পাকিস্তানকে আইসিসির জরিমানা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২৯ পিএম, ৩১ মার্চ ২০১৯
পাকিস্তানকে আইসিসির জরিমানা

অধিনায়ক হিসেবে খেলতে নেমে বেশ ভালোই বিপদে পড়েছেন পাকিস্তানি ক্রিকেটার ইমাদ ওয়াসিম। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে ধীর গতিতে বল করার কারণে জরিমানা করা হয়েছে তাকে, একই সাথে জরিমানা গুনেছেন দলের বাকি সদস্যরাও।

শুক্রবার (২৯ মার্চ) পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হয় সফরকারী অস্ট্রেলিয়া। নিয়মিত অধিনায়ক সরফরাজ আহমেদ বিশ্রামে থাকায় এই সিরিজে পাকিস্তানের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শোয়েব মালিক।

তবে ফিট না থাকায় চতুর্থ ওয়ানডেতে মাঠে নামেননি এই অলরাউন্ডার। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দেন আরেক অলরাউন্ডার ইমাদ ওয়াসিম।

তবে ঐ ম্যাচে ধীর গতিতে বল করায় (স্লো ওভার রেট) ইমাদ ওয়াসিমকে জরিমানা করা হয় ম্যাচ ফি’র ২০ শতাংশ। এছাড়া দলের অন্য ক্রিকেটারদের ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়।

সিরিজের প্রথম তিন ম্যাচ জিতেই অস্ট্রেলিয়া নিশ্চিত করে সিরিজ জয়। চতুর্থ ম্যাচে জয়ের খুব কাছ থেকেও খালি হাতে ফিরতে হয়েছে পাকিস্তানকে। অস্ট্রেলিয়ার ছুঁড়ে দেওয়া ২৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইমাদের দল থামে ২৭১ রানে, আবিদ আলী ও মোহাম্মদ রিজওয়ানের শতকের পরও। এই দুঃসংবাদের পর এবার দলটি পেয়েছে স্লো ওভার রেটের কারণে জরিমানার খবর।



শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলে রেকর্ড গড়লেন গেইল

আইপিএলে রেকর্ড গড়লেন গেইল

রোহিতের ১২ লাখ রুপি জরিমানা

রোহিতের ১২ লাখ রুপি জরিমানা

বেঙ্গালুরুর বিপক্ষে খেলবেন কি সাকিব?

বেঙ্গালুরুর বিপক্ষে খেলবেন কি সাকিব?

গ্রেফতার হলেন শ্রীলঙ্কান ক্রিকেটার

গ্রেফতার হলেন শ্রীলঙ্কান ক্রিকেটার