রানের পাহাড় গড়েও হারলো ব্রাদার্স

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৫:২৪ পিএম, ৩০ মার্চ ২০১৯
রানের পাহাড় গড়েও হারলো ব্রাদার্স

ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ক্রিকেটের সপ্তম রাউন্ডে দুর্দান্ত ব্যাটিংয়ে রানের পাহাড় গড়েও হারতে হলো ব্রাদার্স ইউনিয়নের। অলক কাপালি ও অভিমন্ডুর ঝড়ো ব্যাটিংয়ে ব্রাদার্সকে ৫ উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

শনিবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোচট খায় ব্রাদার্স ইউনিয়ন। দলীয় ১০ রানের মাথায় সাজঘরে ফিরেন জুনায়েদ সিদ্দিকী।

তবে মিজানুর রহমান ও ফজলে মাহমুবুব জুটি গড়ে প্রাইম ব্যাংকের বোলারদের শাসন করেন। নিজের লিস্ট ‘এ’ ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরিটি করতে ১০৮ বল খেলেন মিজানুর। তবে সেঞ্চুরি করার পরের বলেই সাজঘরের পথ ধরেন তিনি। ১০৯ বলে ৮ চারের সঙ্গে ৫ ছক্কার মারে সাজান নিজের ইনিংসটি।

মিজান সাজঘরে ফেরার সময় ফজলে রাব্বি অপরাজিত ছিলেন ৮৭ রানে। তৃতীয় উইকেটে ইয়াসির আলির সঙ্গে জুটি গড়ে লিস্ট ‘এ’ ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন তিনিও। ইনিংসের ৪২তম ওভারে নাহিদুল ইসলামকে ছক্কা মেরেই নিজের সেঞ্চুরি পূর্ণ করেন ফজলে রাব্বি।

ইয়াসির আলীকে সাথে নিয়ে জুটি গড়েন ফজলে রাব্বি। দুজনের জুটিতে ৩৩০ রানের বড় লক্ষ্য পায় ব্রাদার্স। ফজলে ১৪৭ বলে ১৪৯ রান এবং ইয়াসির ৩৭ বলে ৬১ রানে অপরাজীত থাকেন। ৩৩০ রানের লক্ষ্যটি এবারের আসরে মিরপুরে সব্বোর্চ রান।

এদিন ব্রাদার্স ইউনিয়নের ঝড়ো ব্যাটিংয়ের কারণে দিশেহারা হয়ে যায় প্রাইম ব্যাংক। তাই তারা নিয়মিত ও অনিয়মিত ৮ জন বোলার ব্যবহার করেন। কিন্তু নাঈম হাসান একটি উইকেট নিলেও বাকীরা তেমন সুবিধা করতে পারেনি।

বড় লক্ষ্যর জবাবে ব্যাটিংয়ে নেমে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবও শুরুতে হোচট খায়। দলীয় ১৯ রানে হারিয়ে বসে উইকেট।ওপেনার সালমান ১৩ রান করে সাজঘরে ফিরেন।

এরপর ভারতীয় ব্যাটসম্যান অভিমন্ডুকে সাথে নিয়ে জুটি গড়েন এনামুল। এসময় অর্ধশত তুলে নেন এনামুল। তিনি ফিলে ৪৭ বলে ৫৪ রান করে।

এনামুল আউট হলে আল-আমিনের সাথে জুটি গড়েন অভিমন্ডু। তবে ৫২ রান করে আউট হন আলামিন। এরপর অলক কাপালিকে সাথে নিয়ে রানের খাতা সচল রাখেন অভিমন্ডু। অভিমন্ডু ব্যাক্তিগত সেঞ্চুর খুব কাছে চলে যান।

কিন্তু অভিমন্ডু যখন সেঞ্চুরির ঠিক ১০ রান দূরে তখনই তাকে আউট করে নাঈম। তিনি ৯৬ বলে ৯০ রান সাজঘরে ফিরেন।

অভিমন্ডু ফিরে ব্যাটিংয়ে নামনে নামজুল হোসাইন মিলন। কিন্তু তিনি অলক কাপালিকে তেমন সঙ্গ দিতে পারেননি। মাত্র ১ রান করে আউট হন মিলন।

এরপর নাহিদুল ইসলামকে সাথে নিয়ে জয়ের দিকে এগিয়ে যান অলক কাপালি। দুজনের ধারুণ জুটিতে ৫ উইকেটে জয় তুলে নেয় প্রাইম ব্যাংক। আলক কাপালি ৫১ বলে ৬২ এবং নাহিদুল ৭ বলে ৪ চার করে অপারজিত থাকেন।

 সংক্ষিপ্ত স্কোর:

ব্রাদার্স ইউনিয়ন: ৫০ ওভারে ৩৩০/২ (মিজানুর রহমান ১০০, জুনায়েদ সিদ্দিকী ৭, ফজলে মাহবুব ১৪৯, ইয়াসির আলী ৬১; নাঈম হাসান ১/ ৬২)

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: ৫০ ওভারে (এনামুল হক ৫৪, সালমান হোসাইন ১৩, অভিমন্ডু ৯০, আলআমিন ৫২, নাজমুল হোসাইন মিলন ১, আলককাপালী ৬২*, নাহিদুল ইসলাম ৪* ; সাজেদুল ইসলাম ৩/৬৯, মোহাম্মদ শরিফ ১/৩৮, নাঈম ইসলাম (জুনিয়র) ১/৫১)

ফলাফল: প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ৫ উইকেটে জয়ী।

 



শেয়ার করুন :


আরও পড়ুন

মাশরাফির আগুন ঝড়ানো বোলিংয়ে বিফল ইমরুলের শতক

মাশরাফির আগুন ঝড়ানো বোলিংয়ে বিফল ইমরুলের শতক

তাইজুলের অলরাউন্ড নৈপুণ্যে হ্যাটট্রিক জয় শেখ জামালের

তাইজুলের অলরাউন্ড নৈপুণ্যে হ্যাটট্রিক জয় শেখ জামালের

রূপগঞ্জের টানা চতুর্থ জয়

রূপগঞ্জের টানা চতুর্থ জয়

প্রাইম দোলেশ্বরের হ্যাটট্রিক জয়

প্রাইম দোলেশ্বরের হ্যাটট্রিক জয়