অধিনায়ক অ্যারন ফিঞ্চের অনবদ্য ব্যাটিংয়ের পর বোল হাতে প্যাট কমিন্সের তোপে তৃতীয় ওয়ানডেতেও পাকিস্তানের বিপক্ষে জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। এ জয়ে দুই ম্যাচ বাকি থাকতেই ৩-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করলো অস্ট্রেলিয়া।
প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়ার দেওয়া ২৬৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ৪৪.৪ ওভারে ১৮৬ রানেই অলআউট হয়ে যায় পাকিস্তান। ফলে ৮০ রানের বিশাল ব্যবধানে জয় পায় অস্ট্রেলিয়া।
২৬৭ রান তাড়া করতে নেমে শুরুতেই কামিন্সের তোপে মাত্র ১৬ রানে ৩ উইকেট হারায় পাকিস্তান। টপ অর্ডারের ব্যাটসম্যান শান মাসুদ (২), হারিস সোহেল (১) ও মোহাম্মদ রিজওয়ানকে (৯) ফিরিয়ে দেন কামিন্স।
পাকিস্তানের জন্য প্রয়োজন ছিল ভালো একটি জুটি। তবে সেটি আর গড়ে উঠেনি। এক প্রান্তে অন্যদের আসা-যাওয়ার মধ্যে একাই প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চালান ইমাম-উল-হক। পাকিস্তান ইনিংসের সর্বোচ্চ ৪৬ রানও এসেছে এই ওপেনারের ব্যাট থেকেই।
তবে মিডল অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে ইমাদ ওয়াসিম (৪৩), উমর আকমল (৩৬) ও শোয়েব মালিকর (৩২) রান কেবল পরাজয়ের ব্যবধান কমিয়েছে মাত্র।
অস্ট্রেলিয়ানদের হয়ে ক্যারিয়ারসেরা ৪৩ রানে ৪ উইকেট নিয়েছেন জাম্পা।
এর আগে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আগের দুই ওয়ানডেতে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করা ফিঞ্চ আবারও সেঞ্চুরির পথেই ছিলেন। দলের হয়ে সর্বোচ্চ ৯০ রান করেন তিনি।
ইয়াসির শাহের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে লংঅনে ক্যাচ তুলে দেওয়ার আগে ১৩৬ বলে পাঁচটি চার ও এক ছক্কায় ৯০ রান করেন অস্ট্রেলিয়ার এই অধিনায়ক।
ফিঞ্চের বিদায়ের পর ব্যাটিং তাণ্ডব অব্যাহত রাখেন গ্ল্যান ম্যাক্সওয়েল। অ্যালেক্স কেরির সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে রান আউট হয়ে ফেরেন ম্যাক্সওয়েল। তার আগে ৫৫ বলে আটটি চার ও এক ছক্কায় ৭১ রান করেন এই অলরাউন্ডার। এছাড়া ৪৩ বলে ৪৭ রান করেন পিটার হ্যান্ডসকম্ব। শেষ দিকে ২১ বলে ২৫ রানে অপরাজিত থাকেন কেরি।