নাটকীয়ভাবে ব্রাদার্সকে হারালো বিকেএসপি

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৬:০৩ পিএম, ২৩ মার্চ ২০১৯
নাটকীয়ভাবে ব্রাদার্সকে হারালো বিকেএসপি

ছবি: স্পোর্টস মেইল২৪

ব্রাদারসের শেষ দুই ওভারে দরকার ছিল মাত্র ১৬ রান। হাতে ছিল ৬ উইকেট। ধরেই নেওয়া হয়েছিল এ ম্যাচ ব্রাদারস ইউনিয়নের। কিন্তু নাটকীয়ভাবে জেতা খেলা হেরে বসলো ব্রাদার্স। দুর্দান্ত বোলিংয়ে মাত্র ২ রানে ব্রাদারসকে হারিয়েছে বিকেএসপি।

শনিবার (২৩ মার্চ) শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বিকেএসপি। ব্রাদারসের নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে শুরুতে চাপে পড়ে বিকেএসপি। মাত্র ২৫ রানেই তিন উইকেট হারায় দলটি। এরপর আমিনুল ইসলাম ও শামিম হোসাইন জুটি গড়েন।

দু’জনের জুটিতে দলের রাতের গতি সচল রাখেন। তবে আমিনুল ২৩ রানে আউট হলে অধিনায়ক আকবর আলীকে সাথে নিয়ে ফের জুটি গড়েন শামিম। এই জুটিতে আঘাত হানেন নাঈম ইসলাম। ৭১ রানে আউট হন শামিম।

এরপর অধিনায়ক আকবর নতুন ব্যাটসম্যান পারভেজ হোসাইন ইমনকে সাথে নিয়ে জুটি গড়েন। তবে দলীয় ২১৪ রানের সময় ব্যাক্তিগত ৫৬ রান করে আকবর আলী সাজঘরে ফিরে গেলেই বিকেএসপির ব্যাটিংয়ে শুরু আসা যাওয়া। মাত্র ২১ রানে পর পর চার উইকেট হারায় বিকেএসপি। ফলে বিকেএসপি ৯ উইতেট হারিয়ে ২৬৭ রান তুলে।
Shamim
ব্রাদারসের হয়ে মোহাম্মদ শরীফ তিনটি এবং ইবাদত হোসেন দুটি উইকেট নেন। এছাড়া শরিফুল্লাহ, জানি ও নাঈম (জুনিয়র) একটি করে উইকেট নেন।

জবাবে ব্যাটিংয়ে নেমে শুরু টা ভালোই করে ব্রাদারস। তবে ২৯ ওভারে সময় পর পর দুটি উইকেট হারায় তারা। কিন্তু জুনায়েদ সিদ্দিকি ও চীরান জানির দুর্দান্ত জুটি গড়ে দলকে এগিয়ে নিয়ে যান। জুনায়েদ সিদ্দিকি ৫২ রানে আউট হওয়ার পর ইয়াসির আলীকে সাথে নিয়ে জানি ফের জুটি গড়েন।

লম্বা জুটি গড়ার পর ৩৮ রানে ইয়াসির আউট হন। এরপর ৯৬ রানে ভারতী ক্রিকেটার জানি সাজঘরে ফিরের। এরপর থেকেই ব্রাদারসের ব্যাটিংয়ে মরদ লাগে।

তবে দল কে জয় উপহার দেওয়ার জন্য একাই লড়াই করতে থাকেন শরিফুল্লাহ। কিন্তু অপর পাশ ছিল আসা যাওয়া। ফলে জেতা খেলা জুয়া খেলার মতো হেরে বসে ব্রাদারস। আর দুর্দান্ত বোলিংয়ের কারণে মাত্র দুই রানে জয় পায় বিকেএসপি।

বিকেএসপির হয়ে মুকিদুল ইসলা ৪ উইকেট নেন। এছাড়া শামিম হোসেন দুই ও নৌশাদ ইকবাল একটি উইকেট নেন। ম্যাচ অব দা ম্যাচ হন বিকেএসপির শামিম ইকবাল।



শেয়ার করুন :


আরও পড়ুন

এনামুলের সেঞ্চুরিতে আবাহনীকে হারিয়ে দিল প্রাইম ব্যাংক

এনামুলের সেঞ্চুরিতে আবাহনীকে হারিয়ে দিল প্রাইম ব্যাংক

মেহেদি-জাকেরের জোড়া সেঞ্চুরিতে সহজ জয় রূপগঞ্জের

মেহেদি-জাকেরের জোড়া সেঞ্চুরিতে সহজ জয় রূপগঞ্জের

ছক্কা মেরে শেখ জামালকে জেতালেন এনামুল

ছক্কা মেরে শেখ জামালকে জেতালেন এনামুল

মাঠে ফিরেই নতুন ইচ্ছার কথা জানালেন তাসকিন

মাঠে ফিরেই নতুন ইচ্ছার কথা জানালেন তাসকিন