ছক্কা মেরে শেখ জামালকে জেতালেন এনামুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২৯ পিএম, ২২ মার্চ ২০১৯
ছক্কা মেরে শেখ জামালকে জেতালেন এনামুল

মোহামেডানের হয়ে আশরাফুল ৪৪ রান করেও দলকে জেতাতে পারেনি

মোহামেডান স্পোটিং ক্লাবের বিপক্ষে শেষ ওভারে ম্যাচ জিততে ১২ রান দরকার পড়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। প্রথম পাঁচ বল থেকে ৬ রান তুলেন শেখ জামালের দুই লোয়ার-অর্ডার ব্যাটসম্যান। তাই শেষ বলে জিততে লাগে ৬ রান। শেষ বলে ছক্কা মেরে শেখ জামালকে দুর্দান্ত জয় এনে দেন এনামুল হক (২)।

এক ম্যাচ পরই ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে জয়ের ধারায় ফিরলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব। নিজেদের পঞ্চম ম্যাচে শেখ জামাল ২ উইকেটে হারায় মোহামেডান স্পোটিং ক্লাবকে। এই নিয়ে টানা দ্বিতীয় হারের স্বাদ পেল মোহামেডান। ৫ খেলায় ২ জয় ও ৩ হারে ৪ পয়েন্ট আছে শেখ জামালের। সমানসংখ্যক ম্যাচে ৩ জয় ২ হারে ৬ পয়েন্ট মোহামেডানের।

শুক্রবার সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ব্যাটিংয়ে নামে মোহামেডান। ওপেনার আব্দুল মজিদের হাফ-সেঞ্চুরির সাথে মোহাম্মদ আশরাফুলের ৪৪, শ্রীলঙ্কার চাতুরাঙ্গা ডি সিলভার ৪৯ ও সোহাগ গাজীর ৩২ রানের পর ২৪০ রানে অলআউট হয় মোহামেডান। ৯০ বলে ৫২ রান করেন মজিদ। শেখ জামালের সালাউদ্দিন শাকিল ৪১ রানে ৩ উইকেট নেন।

জয়ের জন্য ২৪১ রানের জবাবে ওপেনার ইমতিয়াজের ব্যাটে চড়ে লড়াইয়ে টিকে ছিল শেখ জামাল। মিডল-অর্ডার ব্যাটসম্যানরা ছোট ছোট ইনিংস খেলে ইমতিয়াজকে সহায়তা করছিলেন। কিন্তু ইমতিয়াজ ফিরে যাবার পর শেখ জামালের জয়ের পথ কঠিন হয়ে যায়। কিন্তু ১৭ বলে মারমুখী ২৮ রানের ইনিংস খেলে শেষ বলে শেখ জামালকে দুর্দান্ত এক জয় এনে দেন এনামুল হক। ম্যাচ সেরা হয়েছেন ইমতিয়াজ।



শেয়ার করুন :


আরও পড়ুন

বিজয়ের ‘হ্যাটট্রিক’ সেঞ্চুরি

বিজয়ের ‘হ্যাটট্রিক’ সেঞ্চুরি

আইপিএল খেলতে সাকিবের দেশ ত্যাগ

আইপিএল খেলতে সাকিবের দেশ ত্যাগ

পাকিস্তানে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ

পাকিস্তানে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ

ইনজুরিতে আর্জেন্টিনা দলের বাইরে ডি মারিয়া

ইনজুরিতে আর্জেন্টিনা দলের বাইরে ডি মারিয়া