রেকর্ড বইয়ে অস্ট্রেলিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:০৮ পিএম, ১৪ মার্চ ২০১৯
রেকর্ড বইয়ে অস্ট্রেলিয়া

ছবি: ক্রিকইনফো

পাঁচ ওয়ানডে সিরিজে ভারতের কাছে প্রথম দুই ম্যাচ হেরে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে অস্ট্রেলিয়া। তবে অসাধারন নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে সিরিজের বাকী তিন ম্যাচ জিতে নেয় অসিরা। ফলে পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে জিতে অস্ট্রেলিয়া।

এমন কীর্তিতে রেকর্ড বইয়ে জায়গা করে নিলো অ্যারন ফিঞ্চের দল। অর্থাৎ পাঁচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ হেরেও সিরিজ জয়ের রেকর্ড গড়লো অস্ট্রেলিয়া। এই তালিকায় আগেই নাম তুলেছে দক্ষিণ আফ্রিকা (দু’বার), বাংলাদেশ ও পাকিস্তান। তাই অস্ট্রেলিয়া হলো এই তালিকার চতুর্থ দল।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানরডে হেরেও সিরিজ জয়ের রেকর্ডের তালিকা :

বিজয়ী দল             বিপক্ষ              ম্যাচ            সাল

দক্ষিণ আফ্রিকা      পাকিস্তান               ৫             ২০০৩-০৪

বাংলাদেশ              জিম্বাবুয়ে            ৫             ২০০৪-০৫

পাকিস্তান               ভারত              ৫               ২০০৪-০৫

দক্ষিণ আফ্রিকা        ইংল্যান্ড                ৫             ২০১৫-১৬

অস্ট্রেলিয়া              ভারত                ৫             ২০১৮-১৯



শেয়ার করুন :


আরও পড়ুন

ভারতের মাটিতে সিরিজ জিতে অস্ট্রেলিয়ার প্রতিশোধ

ভারতের মাটিতে সিরিজ জিতে অস্ট্রেলিয়ার প্রতিশোধ

কোহলিদের সেনা টুপি নিয়ে ব্যাখ্যা দিল আইসিসি

কোহলিদের সেনা টুপি নিয়ে ব্যাখ্যা দিল আইসিসি

খুনের চেয়েও বড় অপরাধ ম্যাচ ফিক্সিং: ধোনি

খুনের চেয়েও বড় অপরাধ ম্যাচ ফিক্সিং: ধোনি

ভারতের ৩৫৮ রানকে মামুলি বানিয়ে অস্ট্রেলিয়ার জয়

ভারতের ৩৫৮ রানকে মামুলি বানিয়ে অস্ট্রেলিয়ার জয়