আফগানিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের সিরিজ বাতিল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪৫ পিএম, ১২ মার্চ ২০১৯
আফগানিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের সিরিজ বাতিল

ফাইল ছবি

আফগানিস্তানের প্রস্তাবিত সিরিজ বাতিল করে দিয়েছে জিম্বাবুয়ে। মূলত কোন টেলিভিশন কোম্পানি খেলা সম্প্রচারের জন্য এগিয়ে না আসায় সিরিজ বাতিল করতে বাধ্য হয় জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।আফগানিস্তানের প্রস্তাবিত সিরিজ বাতিল করে দিয়েছে জিম্বাবুয়ে। মূলত কোন টেলিভিশন কোম্পানি খেলা সম্প্রচারের জন্য এগিয়ে না আসায় সিরিজ বাতিল করতে বাধ্য হয় জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।

জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আগামী মে থেকে ইংল্যান্ডে শুরু হতে যাওয়া আইসিসি বিশ্বকাপের প্রস্তুতি সরূপ আফগানিস্তান জিম্বাবুয়ের মাটিতে সিরিজ খেলার প্রস্তাব করে। হারারেতে আগামী ১৮ - ২৮ এপ্রিল পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ হওয়ার কথা ছিল।

তাই সিরিজের খরচ আফগানিস্তান ক্রিকেট বোর্ড ভাগ করতে রাজি হয়। তবে তাদের শর্ত ছিল যেন, সিরিজটি কোন টেলিভিশন সরাসরি সম্প্রচার করে। কিন্তু সিরিজটি সরাসরি সম্প্রচারের জন্য জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড খরচ বহন করতে না চাওয়ায়, সিরিজটি বাতিল করে দেয়। তবে জিম্বাবুয়ে চেয়েছিল লাইভ স্ট্রিম করার। এই সম্প্রচার ইস্যুতে সিরিজ বাতিল করতে বাধ্য হয় জিম্বাবুয়ে।

এ বিষয়ে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মকোনি বলেন, ‘আফগানিস্তান চেয়েছিল সিরিজটি যেন সরাসরি সম্প্রচার করা হয়। কিন্তু আমাদের আর্থিক সম্প্রচারের কারণে আমরা চেয়েছিলাম লাইভ স্ট্রিম করার। কিন্তু তারা আমাদের সাথে ঐক্য মতে না পৌঁছায় আমরা বাধ্য হয়েছি সিরিজ বাতির করার।’

বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সম্প্রতি আফগানিস্তান আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্নাঙ্গ সিরিজ খেলে। আয়ারল্যান্ডের বিপক্ষ পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ২-২ ড্র করে আফগারিস্তান। আর একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

অপরদিকে গত নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলে জিম্বাবুয়ে।



শেয়ার করুন :


আরও পড়ুন

আফগানিস্তানকে হারিয়ে আয়ারল্যান্ডের সিরিজ ড্র

আফগানিস্তানকে হারিয়ে আয়ারল্যান্ডের সিরিজ ড্র

আফগানিস্তানের কাছে পাত্তাই পেল না আয়ারল্যান্ড

আফগানিস্তানের কাছে পাত্তাই পেল না আয়ারল্যান্ড

দিনব্যাপী জমজমাট সিক্স সাইড ডিপিএল

দিনব্যাপী জমজমাট সিক্স সাইড ডিপিএল

রশিদের হ্যাট্রিক ম্যাচে আয়ারল্যান্ডকে হোয়াটওয়াশ

রশিদের হ্যাট্রিক ম্যাচে আয়ারল্যান্ডকে হোয়াটওয়াশ