পাকিস্তানের বিপক্ষেই দলে ফিরছেন স্মিথ-ওয়ার্নার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৪ পিএম, ১২ মার্চ ২০১৯
পাকিস্তানের বিপক্ষেই দলে ফিরছেন স্মিথ-ওয়ার্নার

ফাইল ছবি

বল টেম্পারিংয়ের ঘটনায় নিষিদ্ধ হওয়া স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে পাকিস্তানের বিপক্ষে সিরিজে রাখা হয়নি। তবে পাকিস্তানের বিপক্ষে শেষ দুই ওয়ানডেতে এই দুই ক্রিকেটার দলে ফিরতে পারেন বলে ক্রিকেট অস্ট্রেলিয়ার নিজস্ব ওয়েবসাইট জানানো হয়েছে।

আগামী ২২ মার্চ শারজায় পাকিস্তান-অস্ট্রেলিয়ার প্রথম ওয়ানডে মাঠে গড়াবে। প্রাথমিক ঘোষিত দলে স্মিথ-ওয়ার্নারকে দলে রাখেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। বোর্ড থেকে বলা হয়েছিল, ইনজুরি পরবর্তী রিহ্যাব প্রক্রিয়ার মধ্যে থাকায় তাদের দলে রাখা হয়নি। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের মাঠে ফেরার পথ হিসেবে আইপিএলকেই বেঁছে নেওয়া হয়েছে।

তবে এবার ক্রিকেট অস্ট্রেলিয়ার নিজস্ব ওয়েবসাইট জানানো হয়, স্মিথ-ওয়ার্নারকে পাকিস্তানের বিপক্ষে শেষ দুটি ওয়ানেডেতে দেখা যাবে। আগাামী ২৯ ও ৩১ মার্চ পাকিস্তানের বিপক্ষে চতুর্থ ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।

এর আগে নিষেধাজ্ঞার কারণে স্মিথ-ওয়ার্নারকে জাতীয় দলের সঙ্গে অনুশীলনের সুযোগ দেওয়া হয়নি। তবে ঘরোয়া দল নিউ সাউথ ওয়েলস সদস্য ও জাতীয় দলের প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জস হ্যাজেলউডের বিরুদ্ধে নেটে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন।

এছাড়া সম্প্রতি শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ভিন্ন দুটি দলের হয়ে মাঠে নেমেছিলেন দু’জন। তবে ইনজুরির কারণে দু’জনেই পরবর্তীতে দেশে ফেরত যান।



শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তানের বিপক্ষে দলে নেই স্মিথ-ওয়ার্নার

পাকিস্তানের বিপক্ষে দলে নেই স্মিথ-ওয়ার্নার

ভারতের ৩৫৮ রানকে মামুলি বানিয়ে অস্ট্রেলিয়ার জয়

ভারতের ৩৫৮ রানকে মামুলি বানিয়ে অস্ট্রেলিয়ার জয়

মাঠের ফিরেই ভয়ঙ্কর রূপে ওয়ার্নার

মাঠের ফিরেই ভয়ঙ্কর রূপে ওয়ার্নার

খাজার শতকে ভারতে বিপক্ষে সিরিজে ফিরল অস্ট্রেলিয়া

খাজার শতকে ভারতে বিপক্ষে সিরিজে ফিরল অস্ট্রেলিয়া