প্রথম ম্যাচ হারের পর ঢাকা প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচেই জয়ের দেখা পেল ব্রাদার্স ইউনিয়ন। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্রাদার্স ৭ উইকেটে হারিয়েছে শেখ জামাল ধাানমন্ডি ক্লাবকে। নিজেদের প্রথম ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের কাছে ৩ উইকেটে হারে ব্রাদার্স।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্বান্ত নেয় ব্রাদার্স। প্রথমে ব্যাট হাতে নেমে সুবিধা করতে পারেনি শেখ জামাল। ১৮০ রানেই অলআউট হয় তারা। লোয়ার-অর্ডার ব্যাটসম্যান ইলিয়াস সানি সর্বোচ্চ ৪২ রান করেন। এছাড়া রাকিন আহমেদ ৩৪ ও তানবীর হায়দার ৩২ রান করেন। ব্রাদার্সের মেহেদি হাসান-শাখওয়াত হোসেন ৩টি করে উইকেট নেন।
জবাবে ওপেনার মিজানুর রহমান ও ভারতের চিরাগ জানির জোড়া হাফ-সেঞ্চুরিতে ৭৯ বল বাকী রেখেই জয় ছিনিয়ে নেয় ব্রাদার্স। মিজানুর ১০টি চারে ৭১ বলে ৭১ রান করেন। তবে জানি ৪টি চার ও ২টি ছক্কায় ৬৬ বলে ৫০ রান তুলে অপরাজিত থাকেন।
জানির সাথে ৩২ রান নিয়ে অপরাজিত থেকে ব্রাদার্সের জয় নিশ্চিত করেন ইয়াসির আলী। ম্যাচ সেরা হয়েছেন ব্রাদার্সের মিজানুর।