আফগানিস্তানকে হারিয়ে আয়ারল্যান্ডের সিরিজ ড্র

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৪ পিএম, ১১ মার্চ ২০১৯
আফগানিস্তানকে হারিয়ে আয়ারল্যান্ডের সিরিজ ড্র

অপ্রতিরোধ্য আফগানিস্তানকে রুখে দিল আয়ারল্যান্ড। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়ে সিরিজে ২-২ সমতায় এনে ড্র করেছে আয়ারল্যান্ড। 

ভারতের দেরাদুনে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৬ রান সংগ্রহ করে আফগানিস্তান। 

দলের পক্ষে সর্বোচ্চ ৮২ রান আসে অধিনায়ক আসগর আফগানের ব্যাট থেকে। ১১১ বলের মোকাবেলায় ৮২ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। তার এই ইনিংসে ছিল ৬টি চার ও ২টি ছক্কা।

আসগর ছাড়া আর কেউই এদিন অর্ধ-শতক পূর্ণ করতে পারেননি। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান করেন সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার মোহাম্মদ নবী। ছাড়া ২৮ বলে ৩৫ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন রশিদ খান।
আয়ারল্যান্ডের পক্ষে জর্জ ডকরেল শিকার করেন দুটি উইকেট। এছাড়া একটি করে উইকেট শিকার করেন টিম মুরতাঘ, অ্যান্ডি ম্যাকব্রাইন, জেমস ক্যামেরন ডও এবং সিমি সিং।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে দুই ওপেনার অধিনায়ক উইলিয়াম পোটারফিল্ড ও পল স্টার্লিং দিচ্ছিলেন ভালো শুরুরই ইঙ্গিত। তবে ৪১ বলে ১৭ রান করে সাজঘরে ফিরতে হয় পোটারফিল্ডকে। এরপর অবশ্য দলের বিপদ ঘটতে দেননি পল স্টার্লিং ও অ্যান্ড্রি বালবির্নি। দুজনের দৃঢ় ব্যাটিং দলকে ধীরে ধীরে জয়ের বন্দরে নিয়ে যায়। দ্বিতীয় উইকেটে দুজনে গড়েন ৭৯ রানের জুটি। জুটি ভাঙে স্টার্লিংয়ের বিদায়ে।

৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৮৮ বলে ৭০ রান করে স্টার্লিং ফেরেন সাজঘরে। এর কিছুক্ষণ পর সিমি সিংও স্টার্লিংকে অনুসরণ করেন। তবে দেখেশুনে খেলে যায় বালবির্নি তুলে নেন অর্ধ-শতক। ৪টি চারের সাহায্যে ৯১ বলে ৬৮ রান করে বালবির্নি সাজঘরে ফেরেন। 

তবে ৩৩ রানে অপরাজিত কেভিন ও’ব্রায়েন জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন স্টুয়ার্ট পয়িন্টারকে সঙ্গে নিয়ে। আয়ারল্যান্ড জয় পায় ১৬ বল ও ৫ উইকেট হাতে রেখেই।

আফগানিস্তানের পক্ষে জাহির খান দুটি উইকেট শিকার করেন।



শেয়ার করুন :


আরও পড়ুন

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও দুর্দান্ত শুরু আফগানিস্তানের

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও দুর্দান্ত শুরু আফগানিস্তানের

আফগানিস্তানের কাছে পাত্তাই পেল না আয়ারল্যান্ড

আফগানিস্তানের কাছে পাত্তাই পেল না আয়ারল্যান্ড

বৃষ্টিতে পণ্ড আফগানিস্তান-আয়ারল্যান্ড ম্যাচ

বৃষ্টিতে পণ্ড আফগানিস্তান-আয়ারল্যান্ড ম্যাচ

রশিদের হ্যাট্রিক ম্যাচে আয়ারল্যান্ডকে হোয়াটওয়াশ

রশিদের হ্যাট্রিক ম্যাচে আয়ারল্যান্ডকে হোয়াটওয়াশ