ভারতের হয়ে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রানের দিক দিয়ে দ্বিতীয় স্থানে উঠে এলেন শিখর ধাওয়ান ও রোহিত শর্মা। সাবেক দুই ওপেনার বিরেন্দার শেবাগ ও শচীন টেন্ডুলকারকে পেছনে ফেললেন ধাওয়ান ও রোহিত। ৯৩ ইনিংসে উদ্বোধনী জুটিতে শেবাগ-টেন্ডুলকারের রান ৪৩৮৭।
রোববার মোহালিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডেতে উদ্বোধনী জুটিতে ১৯৩ রান করেন ধাওয়ান-রোহিত। যার মাধ্যমে উদ্বোধনী জুটিতে তাদের সংগ্রহ দাঁড়ায় ৪৫২৬ রানে। ধাওয়ান-রোহিতের এটি ছিলো শততম ইনিংস। দু’জনে ১৫বার শতরানের জুটি গড়েন।
ভারতের হয়ে উদ্বোধনী জুটিতে সবচেয়ে বেশি রান রয়েছে টেন্ডুলকার-সৌরভ গাঙ্গুলীর। দু’জনে একসাথে ৬৬০৯ রান করেছেন। এটি বিশ্বরেকর্ডও। ১৩৬ ইনিংসে একত্রে ব্যাট করে জুটিতে বিশ্বরেকর্ডের রান গড়েন টেন্ডুলকার-গাঙ্গুলী। দু’জনে ২১বার শতরানের জুটি গড়েন।
বিশ্বরেকর্ডের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার এডাম গিলক্রিস্ট ও ম্যাথু হেইডেন। ১১৪ ইনিংসে ৫৩৭২ রান করেন তারা।