ডারবানে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ডি ককের শতকে দক্ষিণ আফ্রিকা ৩৩১ রানের বিশাল লক্ষ্য দিয়েছে। সিরিজের প্রথম দুটিতে জিতে ২-০ ম্যাচে এগিয়ে থাকা স্বাগতিক দক্ষিণ আফ্রিকা রোববার মুখোমুখি হয় শ্রীলঙ্কার।
ডারবানে সফরকারী শ্রীলঙ্কা টসে জিতে সিদ্ধান্ত নেয় প্রথমে ফিল্ডিং করার। ব্যাটিংয়ে নেমে প্রোটিয়াদের উদ্বোধনী জুটি ভাঙে মাত্র ২৪ রানে। ইনিংসের ৫ ওভার ৪ বলের সময় কাসুন রাজিথার বলে ক্যাচ দিয়ে মাত্র ৪ রান করে সাজঘরে ফেরেন রেজা হেন্ডরিক্স।
দ্বিতীয় উইকেট জুটিতে ফাফ ডু প্লেসি’র সঙ্গে কুইন্টন ডি ককের জুটি লম্বা হয় ৯৭ রান পর্যন্ত। জুটি বড় হলেও নিজের ইনিংস বড় করতে পারেননি প্রোটিয়া অধিনায়ক। ব্যক্তিগত ৩৬ রানে লাসিথ মালিঙ্গার বলে ক্যাচ দিয়ে ফেরেন ডান-হাতি ব্যাটসম্যান।
এরপর তৃতীয় উইকেট জুটিতে ভ্যান ডার দুসেনের সঙ্গে ৬৬ রানের জুটি গড়ে ডি কক তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের ১৪তম শতক। ১০৮ বলে ১২১ রানের দুর্দান্ত ইনিংস খেলে যখন সাজঘরে ফেরেন কক, তখন প্রোটিয়াদের দলীয় সংগ্রহ ৩১ ওভারে ৩ উইকেটে ১৮৭ রান।
এরপর দুসেনের অর্ধশত রানের সঙ্গে ডুয়াইন প্রিটোরিয়াসের ৩১ আর আন্দিলে ফেলুকায়োর অপরাজিত ৩৮ ও ডেভিড মিলারের অপরাজিত ৪১ রানে ভর করে ৫০ ওভারে ৫ উইকেটে ৩৩১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা। লঙ্কানদের হয়ে ২ উইকেট নেন ইসুরু উদানা। এছাড়া ১টি করে উইকেট নেন লাসিথ মালিঙ্গা, রাজিথা ও কামিন্ডু মেন্ডিস।