রকিবুলের অধিনায়কোচিত ইনিংসে নাটকীয় জয় মোহামেডানের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১৫ পিএম, ০৯ মার্চ ২০১৯
রকিবুলের অধিনায়কোচিত ইনিংসে নাটকীয় জয় মোহামেডানের

অধিনায়ক রকিবুল হাসানের ৮২ রানের অনবদ্য ইনিংসে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে নাটকীয় জয়ের স্বাদ পেয়েছে মোহামেডান স্পোটিং ক্লাব। আজ নিজেদের প্রথম ম্যাচে মোহামেডান ৩ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে।

সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করতে নামে মোহামেডান। বল হাতে নিয়েই ইনিংসের শুরুতে গাজীর ব্যাটসম্যানদের খাদের কিনারায় ফেলে দেন মোহামেডানের পেসার শফিউল ইসলাম। তার পাঁচ উইকেট শিকারে ২৬ রানে ছয় ব্যাটসম্যানকে হারায় গাজী।

এরপর মোহামেডান বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন তৌহিদ তারেক, সামসুল ইসলাম ও আবু হায়দার। তারেক ৫৬ ও আবু হায়দার ২৬ রান করেন। তবে ১১১ বলে ৩টি চারে দায়িত্বশীল ৭১ রান করেন সামসুল। তার অনবদ্য ইনিংসের কল্যাণে সবক’টি উইকেট হারিয়ে ১৮২ রানের সংগ্রহ পায় গাজী। শফিউল ৩২ রানে ৫ উইকেট নেন।

জবাবে ব্যাট হাতে সুবিধা করতে পারেনি মোহামেডানও। ৫১ রানে ৫ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে তারা। তবে এক প্রান্ত আগলে রানের চাকা সচল করেন রকিবুল। এক পর্যায়ে ১৩৬ রানে সপ্তম উইকেট হারিয়ে বসে মোহামেডান। এ অবস্থায় রকিবুলের সাথে জুটি বাঁধেন নয় নম্বর ব্যাটসম্যান আলাউদ্দিন বাবু। দু’জনের অবিচ্ছিন্ন ৪৭ রানের জুটিতে ২৮ বল বাকী রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান।

দলের জয়ের বড় অবদান রাখা রাকিবুল ৬টি চার ও ১টি ছক্কায় ১২৪ বলে অপরাজিত ৮২ রান করেন । বাবু অপরাজিত থাকেন ১৪ রানে । এছাড়া সোহাগ গাজী ২৯ ও ওপেনার অভিষেক মিত্র ২৪ রান করেন। ম্যাচ সেরা হয়েছেন মোহামেডানের শফিউল।



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপ আরিফুলের ‘আউট অব মাইন্ড'

বিশ্বকাপ আরিফুলের ‘আউট অব মাইন্ড'

সহজ ম্যাচ কঠিন করে জিতলো প্রাইম ব্যাংক

সহজ ম্যাচ কঠিন করে জিতলো প্রাইম ব্যাংক

ডিপিএলে ‘ডাক’ মারলেন আশরাফুল

ডিপিএলে ‘ডাক’ মারলেন আশরাফুল

পেসারদের দাপটে দিশেহারা খেলাঘর

পেসারদের দাপটে দিশেহারা খেলাঘর