ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে আরিফুল হক দুর্দান্ত বোলিংয়ে ৪ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে গুরুত্বপূর্ণ ৩২ রান করেন। ফলে ডুবতে ডাকা প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে ২ উইকেটে জয় পায়। ম্যাচ সেরা হন আরিফুল। তবে তিনি এখনও আসন্ন বিশ্বাকাপ নিয়ে কিছু ভাবেছেন না।
ম্যাচ সেরার পুরষ্কার গ্রহণের পর আরিফুল হক বলেন, ‘‘যদি দলে আমাকে রাখে তাহলে আমি এটা নিয়ে পরিকল্পনা করবো। এখন আমি প্রিমিয়ার লিগ নিয়েই কাজ করছি। এটার এখন আমার ‘আউট অব মাউন্ড।’’
তিনি আরো বলেন, ‘‘শেষের দিকে আমাদের তেমন ব্যাটসম্যান ছিল না। তবুও তা সহজ ছিল। আমাদের উপরের ব্যাটসম্যান গুলো দ্রুত আউট হয়ে যাওয়ার কারণে আমাদের সময় নিয়ে ব্যাট করতে হয়েছিল।’’
ব্যাটিং বোলিং দুইটিতে উন্নতির জন্য কাজ করে যাচ্ছেন আরিফুল। এমনটাও জানালেন তিনি। ‘‘পুরো দিনটাই অনেক সুন্দর ছিল বোলিংয়ের জন্য। তবে সকালের দিকে একটু সুইং করেছে। তবে আমি বোলিং নিয়ে কাজ করছি। আমাদের কোচ অনেক হেল্প করছেন।’’
এদিন, শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আরিফুলের দুর্দান্ত বোলিংয়ে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি মাত্র ১৯৫ রানে গুটিয়ে যায়। জবাবে ব্যাটিং নেমে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের উপরের সারির ব্যাটসম্যানরাও সুবিধা করতে পারেনি। তবে আরিফুলের ব্যাটিং নৈপূণ্যের কারণে প্রাইম ব্যাংক ২ উইকেটে জয় লাভ করে।