দুই বছর পর পাকিস্তান দলে ডাক পেলেন উমর আকমল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৫২ পিএম, ০৯ মার্চ ২০১৯
দুই বছর পর পাকিস্তান দলে ডাক পেলেন উমর আকমল

ফাইল ছবি

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দুই বছর পর পাকিস্তান দলে ডাক পেয়েছেন অভিজ্ঞ উমর আকমল। তিনি ২০১৭ সালের জানুয়ারিতে সর্বশেষ ওয়ানডে খেলেছেন।

উমর আকমল ছাড়াও পাকিস্তান দলে ডাক পেয়েছেন জুনায়েদ খান।তিনি ২০১৮ সালের নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলেছেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘোষিত পাকিস্তানের ১৬ সদস্যের দলে বেশ কয়েক জন অভিজ্ঞ খেলোয়াড় বাদ পড়েছেন। সরফরাজ, বাবর আজম, ফখর জামান, হাসান আলী, শাদাব খান এবং শাহিন শাহ আফ্রিদিদের বিশ্রামে রাখা হয়েছে।

দলে জায়গা পেয়েছেন হারিস সোহেল, জুনায়েদ খান, ইয়াসির শাহ এবং দীর্ঘ বিরতির পর উমর আকমল। এছাড়া প্রথমবারের মতো ডাক পেয়েছেন আব্বাস, আবিদ আলী, মোহাম্মদ হাসনাইন এবং শাদ আলী। মূল অধিনায়কের অনুপস্থিতিতে নেতৃত্বে থাকবেন ২৭৯ ওয়ানডে ম্যাচের অভিজ্ঞতাসম্পন্ন ৩৭ বছর বয়সী অলরাউন্ডার শোয়েব মালিক।

আগামী ২২ মার্চ থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে মাঠে নামবে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের ওয়ানডে দল:
শোয়েব মালিক (অধিনায়ক), আবিদ আলী, ফাহিম আশরাফ, হারিস সোহেল, ইমাদ ওয়াসিম, ইমাম-উল-হক, জুনায়েদ খান, মোহাম্মদ আব্বাস, মোহাম্নদ আমির, মোহাম্মদ হাসনাইন, মোহম্মদ রিজওয়ান, সাদ আলী, শান মাসোদ, উমর আকমল, উসমান শিনওয়ারি, ইয়াসির শাহ।



শেয়ার করুন :


আরও পড়ুন

৪৫ রানে অলআউট, লজ্জার হার গেইলদের

৪৫ রানে অলআউট, লজ্জার হার গেইলদের

খাজার শতকে ভারতে বিপক্ষে সিরিজে ফিরল অস্ট্রেলিয়া

খাজার শতকে ভারতে বিপক্ষে সিরিজে ফিরল অস্ট্রেলিয়া

ব্যতিক্রমধর্মী টুপি পড়ে মাঠে নামলেন কোহলিরা (ভিডিও)

ব্যতিক্রমধর্মী টুপি পড়ে মাঠে নামলেন কোহলিরা (ভিডিও)

আফগানিস্তানের কাছে পাত্তাই পেল না আয়ারল্যান্ড

আফগানিস্তানের কাছে পাত্তাই পেল না আয়ারল্যান্ড