ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলতে নেমে ডাক মারলেন মোহাম্মদ আশরাফুল। সাভারের বিকেএসপি মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচে আশরাফুল প্রথম বলে শূন্য রানে আউট হন।
টসে জিতে মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রথমে বোলিংয়ে সিদ্ধান্ত নেন। টস হেরে ব্যাটিয়ে নেমে গাজী গ্রুপ ক্রিকেটার্স ১৮২ রানেই অলআউট হয়ে যায়।
গাজী গ্রুপ ক্রিকেটার্সের শামসুর ইসলাম ৭১ রানে অপরাজিত থাকেন। এছাড়া তৌহিদ তারেক ৫৬ এবং আবু হায়দার ২৬ রান তুলেন। আর বাকী ব্যাটসম্যানরা এক সংখ্যার বেশি রান তুলতে পারেননি। ফলে গাজী গ্রুপের ইনিংস ১৮২ রানে থামে।
জবাবে ব্যাটিংয়ে মোহামেডানের হয়ে ব্যাটিয়ে নামেন অভিষেক ও আবুল। ইনিংসের ৪.৪ ওভারের সময় আবুল মজিদ ১৩ রান করে আউট হন। পরে ব্যাটিংয়ে নামেন মোহাম্মদ আশরাফুল।
ব্যাটিংয়ে নেমেই ৪.৫ ওভারের সময় রুয়েল মিয়ার বলে ক্যাচ তুলে দেন। ফলে শূন্য রানে আউট হন আশরাফুল।
এর আগেও বিপিএল বেশ কয়েকটি ম্যাচে তিনি শূন্য রানে আউট হন।