১২ বছর পর আবাহনীর হয়ে নেমেই অমি‌‌‘র কারিশমা

সাইফুল ইসলাম সানী সাইফুল ইসলাম সানী প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ০৮ মার্চ ২০১৯
১২ বছর পর আবাহনীর হয়ে নেমেই অমি‌‌‘র কারিশমা

ছবি: স্পোর্টস মেইল২৪

বিপিএলে তেমন ভালো করতে পারেননি। কিন্তু আবাহনী জার্সি গায়ে ১২ বছর পর ডিপিএলের প্রথম ম্যাচে খেলতে নেমেই কারিশমা দেখালেন জহুরুল ইসলাম অমি । তুলে নিয়েছেন দুর্দান্ত এক সেঞ্চুরি।

অমি‘র দুর্দান্ত সেঞ্চুরির সুবাদেই ব্যাটিংয়ে ডুবতে থাকা আবাহনী টুর্নামেন্টের প্রথম ম্যাচে বিকেএসপিকে ৬০ রানে হারিয়েছে। ম্যাচ শেষে অনুভূতি জানাতে গিয়ে অমি বলেন, ‘আমি ঠিক ১২ বছর আগে আবাহনীর হয়ে খেলেছিলাম। আবাহনীর মতো বড় টিমে খেলতে অনেক ভালো লাগে। সেঞ্চুরি করে অনেক ভালো লাগছে।’

কিন্তু বিপিএলে তেমন জ্বলে উঠতে পারেননি অমি। জানালেন সেই কারণও। ‘আসলে বিপিএল শুরুর ৮ দিন আগে আমার ইনজুরি টা হয়। যদিও বিপিএলটা খেলা আমার জন্য ছিল বোকামী। তাও বিপিএলে আমি চারটা ম্যাচ খেলেছিলাম। তেমন ভালো করতে পারিনি ইনজুরির কারণে।’

সাইফুদ্দিনকে নিয়েই অমি করেন ব্যাটিং পরিকল্পনা। অমি বলেন,‘ শুরুতে আমাদের উইকেট পড়ে যায়। তাই আমাদের জন্য একটু কঠিন ছিল। যখন সাইফুদ্দিন নামলো তখন তার উপরে আমার পুরো বিশ্বাস ছিল। আমরা এক সাথে পরিকল্পনার করেছিলাম, কমপক্ষে ৪০ ওভার খেলার জন্য। কারণ আমাদের পরে আর কোন ব্যাটসম্যান ছিল না। আমাদের দুই জনের পার্টনারশিপ অনেক ভালো ছিল। তাছাড়া আমারা পরিকল্পনা করি তাদের কে কমপক্ষে ২০০ রানের উপরে লক্ষ্য দিব। সাইফুদ্দিন আমাকে মাঝে মাঝে বুঝিয়েছে, যখন আমি মারতে গেছিলাম। তাই আমি এই সেঞ্চুরিটা পেয়েছি’’

ঢাকা প্রিমিয়ার লিগের ওয়ানডে ফরম্যাটে জহুরুল ইসলাম অমি‘র দুর্দান্ত সেঞ্চুরি ও নাজমুলের বোলিংয়ে ঘূর্ণিতে বিকেএসপিকে ৬০ রানে হারায় আবাহনী। আবাহানীর দেওয়া ২১৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বিকেএসপি ১৫৬ রানে অলআউট হয়ে যায়।

আবাহনীর হয়ে ১৪৭ বলে ১২১ রান তুলেন জহুরুল ইসলাম অমি। অমি তার সেঞ্চুরি তুলতে ৯টি চার এবং একটি ছক্কা মারেন। ঘরোয়া ক্রিকেটে এটি তার তৃতীয় সেঞ্চুরি।



শেয়ার করুন :


আরও পড়ুন

ডিপিএলে অমির প্রথম সেঞ্চুরি

ডিপিএলে অমির প্রথম সেঞ্চুরি

অমি’র সেঞ্চুরিতে আবাহনীর কাছে বিকেএসপির হার

অমি’র সেঞ্চুরিতে আবাহনীর কাছে বিকেএসপির হার

ব্যতিক্রমধর্মী টুপি পড়ে মাঠে নামলেন কোহলিরা (ভিডিও)

ব্যতিক্রমধর্মী টুপি পড়ে মাঠে নামলেন কোহলিরা (ভিডিও)

পাকিস্তানের বিপক্ষে দলে নেই স্মিথ-ওয়ার্নার

পাকিস্তানের বিপক্ষে দলে নেই স্মিথ-ওয়ার্নার