অমি’র সেঞ্চুরিতে আবাহনীর কাছে বিকেএসপির হার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০৪ পিএম, ০৮ মার্চ ২০১৯
অমি’র সেঞ্চুরিতে আবাহনীর কাছে বিকেএসপির হার

ঢাকা প্রিমিয়ার লিগের ওয়ানডে ফরম্যাটে নাজমুলের দুর্দান্ত বোলিংয়ে বিকেএসপিকে ৬০ রানে হারিয়ে টুর্নমেন্টে শুরু করলো আবাহনী। আবাহানীর দেওয়া ২১৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বিকেএসপি ১৫৬ রানে অলআউট হয়ে যায়।

শুক্রবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে ‍শুরুটা ভালো হয়নি আবাহনীর। ১৬ ওভারে ৫৪ রান তুলতেই আবাহনীর নেই ৪ চার উইকেট।

৪র্থ উইকেটের পতনের পর ১১২ রানের জুটি গড়েন জহুরুল ও সাঈফউদ্দীন। ৮০ বলে ৬ চারের মারে ৫৫ রান করে সাঈফউদ্দীন ফিরে গেলে একা পড়ে যান জহুরুল।

জহুরুল টুর্নামেন্টের প্রথম সেঞ্চুরি তুলে নেন। ১৪৭ বলে ১৩ চার ও ১ ছয়ের মারে এ রান করেছেন ৩২ বছর বয়সী এ ব্যাটসম্যান। ফলে আবাহনী ৯ উইকেট হারিয়ে ২১৬ রান তুলে।

বিকেএসপির আবু নাসের ৩ ও হাসান মুরাদ দুই উইকেট নেন। এছাড়া সুমন খান ও নওশাদ ইকবাল একটি করে উইকেট নেন।

২১৭ রানের লক্ষ্যে নেমে বিকেএসপি শুরুতে নিয়মিত উইকেট হারাতে থাকে। রাতুল খান ৩৭ এবং শামিম হোসাইন ১৮, সুমন খান ১০ রান তুললেও বাকী ব্যাটসম্যানরা এক ঘরের বেশি রান করতে পারেন নি। ফলে বিকেএসপি ১৫৬ রানের বেশি তুলতে পারেনি।

আবাহনীর নাজমুল ইসলাম তিন উইকেট নেন। মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফুদ্দিন, রুবেল হোসেন, সানজামুল ইসলাম, সাব্বির রহমান ও আরিফুল হাসান একটি করে উইকেট পান।

 



শেয়ার করুন :


আরও পড়ুন

টসে জিতে বোংলিয়ে বিকেএসপি

টসে জিতে বোংলিয়ে বিকেএসপি

টি-২০র পর শুরু হচ্ছে ডিপিএল ওয়ানডে টুর্নামেন্ট

টি-২০র পর শুরু হচ্ছে ডিপিএল ওয়ানডে টুর্নামেন্ট

ডিপিএল টি-২০তে ব্যাটিংয়ে সেরা রুবেল

ডিপিএল টি-২০তে ব্যাটিংয়ে সেরা রুবেল

প্রতি বছর হবে ডিপিএল টি-২০: পাপন

প্রতি বছর হবে ডিপিএল টি-২০: পাপন