আমিরাতে হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে সিরিজে দলে নেই স্মিথ-ওয়ার্নার। আগামী ২২ মার্চ শারজায় পাকিস্তান-অস্ট্রেলিয়ার প্রথম ওয়ানডে মাঠে গড়াবে।
ধারণা করা হচ্ছিলো নিষেজ্ঞা কাটিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজেই মাঠে নামে স্মিথ-ওয়ার্নার। কিন্তু ইনজুরি পরবর্তী রিহ্যাব প্রক্রিয়ার মধ্যে থাকায় তাদের দলে রাখা হয়নি। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের মাঠে ফেরার পথ হিসেবে আইপিএলকেই বেঁছে নেওয়া হয়েছে।
স্মিথ-ওয়ার্নারকে স্কোয়াডে বাইরে রাখার সিদ্ধান্তের ব্যাপারে নির্বাচক কমিটির প্রধান ট্রেভর হনস বলেন, ‘তাদের নিষেধাজ্ঞা শেষ হবে ২৮ তারিখে। দুজনই এখন ইনজুরি পরবর্তী রিহ্যাব প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। তাই তাদের মাঠে ফেরার পথ হিসেবে আইপিএলই ভালো হবে বলে মনে করেছি আমরা। যেখানে বিশ্বের সেরা খেলোয়াড়দের দেখা যায়।’
তিনি আরও বলেন, ‘ওয়ার্নার খেলবে সানরাইজার্স হায়দরাবাদে, স্মিথ রাজস্থান রয়্যালসে। ক্রিকেট অস্ট্রেলিয়া এ দুই ক্রিকেটার এবং আইপিএলে তাদের দলের সঙ্গে যোগাযোগ রাখবে। যাতে বিশ্বকাপ এবং অ্যাশেজে স্মিথ-ওয়ার্নারের ফেরার পথ আরও সুগম করা যায়।’
স্মিথ-ওয়ার্নার ছাড়াও বাঁহাতি পেসার মিচেল স্টার্ককেও স্কোয়াডে রাখতে পারেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। ইনজুরির কারণে জায়গা হয়নি এ গতিতারকার। আগামী ২২ মার্চ শুরু হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। পরে ২৪, ২৭, ২৯ ও ৩১ মার্চ হবে সিরিজের পরবর্তী ম্যাচগুলো।
পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার স্কোয়াড:
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), প্যাট কামিনস (সহ-অধিনায়ক), অ্যালেক্স ক্যারে (সহ-অধিনায়ক), জেসন বেহেনডর্ফ, নাথান কাউল্টার নিল, পিটার হ্যান্ডসকম্ব, উসমান খাজা, নাথান লিয়ন, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ঝাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, মার্কাস স্টোইনিস, অ্যাশটন টার্নার এবং অ্যাডাম জাম্পা।