ঢাকা প্রিমিয়ার লিগের ওয়ানডে ফরম্যাট আবাহনী লিমিটেডের বিপক্ষে টসে জিয়েছে বিকেএসপি। টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বিকেএসপি।
শুক্রবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে বিপাকে পড়ে আবাহনী। ১৬ ওভারেই আবাহনীর নেই ৪ চার উইকেট। আবাহানী ৪ উইকেট হারিয়ে ৫৪ রান তুলেছে।
১২টি দলকে নিয়ে শুক্রবার থেকে শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের ওয়ানডে ফরম্যাট। উদ্বোধনী দিনে ছয়টি দলের তিনটি ম্যাচ রয়েছে। পরের দিনও ছয়টি দলের তিনটি ম্যাচ রয়েছে।
এবারের আসরে অংশ নেয়া দলগুলো হলো- আবাহনী লিমিটেড, শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড, উত্তরা স্পোর্টিং ক্লাব, প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব, খেলাঘর সমাজ কল্যান সমিতি, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, শাইনপুকুর ক্রিকেট ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স, মোহামেডান স্পোর্টিং ক্লাব, লিজেন্ডস অব রুপগঞ্জ, ব্রাদার্স ইউনিয়ন ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।
আবাহনী লিমিটেড:
জাহিদ জাভেদ, সাব্বির রহমান, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), মোহাম্মদ সাইফুদ্দিন, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, কুশল সিলভা, সানজামুল ইসলাম, জহুরুল ইসলাম অমি (উইকেটরক্ষক), আরিফুল হাসান সবুজ।
বিকেএসপি:
শামিম পাটোয়ারি, আকবর আলি (উইকেটরক্ষক), পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, সুমন খান, রাতুল খান, আব্দুল কাইয়ুম তুহিন (অধিনায়ক), হাসান মুরাদ, নওশাদ ইকবাল, আমিনুল ইসলাম বিপ্লব, আবু নাসের।