প্রথম দুই ম্যাচ জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত। তৃতীয় ওয়ানডে জিতলেই সিরিজ জিতে নিবে টিম ইন্ডিয়া। সিরিজ জয় নিশ্চিতের কাজটা তৃতীয় ম্যাচেই সম্পন্ন করতে চাইছে ভারত। তবে সিরিজে নিজেদের আশা বাঁচিয়ে রাখতে মরিয়া অস্ট্রেলিয়া। তাই তৃতীয় ওয়ানডেতে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না অসিরা। আগামীকাল রাঁচিতে বাংলাদেশ সময় বেলা দু’টায় শুরু হবে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডে।
টি-২০ সিরিজে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলেও ওয়ানডেতে অন্য চেহারায় দেখা যায় ভারতকে। জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করে টিম ইন্ডিয়া। হায়দারাবাদে সিরিজের প্রথম ওয়ানডে ৬ উইকেটে জিতে ভারত। অবশ্য নাগপুরের ওয়ানডে জিততে কিছুটা বেগ পেতে হয় তাদের।
অধিনায়ক বিরাট কোহলির সেঞ্চুরির পরও উত্তেজনা পূর্ণ ম্যাচটি ৮ রানে জিতে ভারত। শেষ ওভারে দুর্দান্ত বোলিং নৈপুন্যে ভারতকে জয় এনে দেন ব্যাটিং অলরাউন্ডার বিজয় শঙ্কর। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জয়ের দ্বারপ্রান্তে দাড়িয়ে আছে ভারত।
সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির শহরে তৃতীয় ওয়ানডে খেলতে নামবে ভারত। এই ম্যাচ জিতেও সিরিজ নিজেদের করার ইচ্ছা প্রকাশ করলেন দলের মিডল-অর্ডার ব্যাটসম্যান আম্বাতি রাইদু।
তিনি বলেন, ‘সিরিজ জয়ই আমাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্য পূরণ থেকে এক ধাপ দূরে দাঁড়িয়ে আছি আমরা। তৃতীয় ওয়ানডে জিতলেই সিরিজ আমাদের হবে। তাই সিরিজ জয়ের জন্য যেভাবে পারফরমেন্স করতে হবে সেভাবেই আমরা করবো। টানা দুই জয়ে দল ফুরফুরা মেজাজে আছে। তারপরও দলের ব্যাটসম্যানদের বড় বড় ইনিংসের অপেক্ষায় আমরা। বিশেষভাবে ধাওয়ান-রোহিত ও আমাকে বড় ইনিংস খেলতে হবে। আশা করি, তৃতীয় ম্যাচে আমরা সববিভাগেই ভালো করতে পারবো।’
তৃতীয় ওয়ানডে জিতলে সিরিজ নিশ্চিতের পাশাপাশি ওয়ানডে র্যাংকিং-এ শীর্ষে উঠবে ভারত। ভগ্নাংশের হিসেবে এগিয়ে শীর্ষে উঠবে টিম ইন্ডিয়া। বর্তমানে ইংল্যান্ডের সাথে তাদের রেটিং সমান ১২৩।
সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে অস্ট্রেলিয়া। সিরিজ হার তাদের দরজায় কড়া নাড়ছে। কিন্তু তৃতীয় ম্যাচ থেকেই ঘুড়ে দাড়াতে চায় অসিরা। রাঁচির ওয়ানডের আগে এমনটাই বললেন অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজা। তিনি বলেন, ‘আমরা এখন সিরিজ নিয়েই সবচেয়ে বেশি চিন্তিত। সিরিজ হার এড়াতে হবে আমাদের। এজন্য জয় ছাড়া অন্য কোন পথ নেই আমাদের সামনে। এই সমীকরন দলের সবাই বেশ ভালো জানে। তাই তৃতীয় ম্যাচে আমরা সব বিভাগেই জ্বলে উঠতে চাই এবং জয় নিয়ে মাঠ ছাড়তে চাই।’
রাঁচিতে এর আগে একবার মুখোমুখি হয়েছিলো ভারত-অস্ট্রেলিয়া। কোন দলই ঐ ম্যাচটি জিততে পারেনি। বৃষ্টির কারনে ম্যাচটি পরিত্যক্ত হয়েছিলো। ঐ ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠেছিলো অস্ট্রেলিয়া। টস হেরে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৯৫ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ৪ দশমিক ১ ওভারে ২৭ রান তুলে ভারত। এরপরই বৃষ্টির কারনে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়।
ভারত দল (সম্ভাব্য) :
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, আম্বাতি রাইদু, কেদার যাদব, ঋসভ পান্থ, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, জসপ্রিত বুমরাহ, ভুবেনশ্বর কুমার, যুজবেন্দ্রা চাহাল, কুলদীপ যাদব, মোহাম্মদ সামি ও বিজয় শঙ্কর।
অস্ট্রেলিয়ার দল (সম্ভাব্য) :
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), প্যাট কামিন্স (সহ-অধিনায়ক), অ্যালেক্স ক্যারি (সহ-অধিনায়ক), জেসন বেহেনডর্ফ, নাথান কটলার-নাইল, পিটার হ্যান্ডসকম্ব, উসমান খাজা, নাথান লিঁও, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, জেই রিচার্ডসন, কেন রিচার্ডসন, ডি’আর্চি শর্ট, মার্কাস স্টোয়িনিস, অ্যাস্টন টার্নার ও অ্যাডাম জাম্পা।