মহেন্দ্র সিং ধোনি। ক্রিকেট বিশ্বের অনেক বড় একটি নাম। দেশকে বলতে গেলে সম্ভাব্য সবকিছুই জিতিয়েছেন। নিজেকে কিংবদন্তির কাতারে নিয়ে যাওয়া ধোনির ভক্ত সমর্থকের সংখ্যায় বিশাল। এদের কিছু খ্যাপাটে সমর্থকও আছেন। যেমনটি দেখা গেল মঙ্গলবার (৫ মার্চ) অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ চলাকালে।
নাগপুরে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় ইনিংসের শুরুতে সবাই যখন মাঠে নেমে ফিল্ডিং সেট করার পরামর্শ করছেন, তখনই ৭ নম্বর জার্সি পরিহিত 'থালা' নামের এক তরুণ ছুটে আসেন মাঠে। ধোনির ভক্তরা তাকে 'থালাইভা' বলেই ডাকেন। তামিল ভাষায় 'থালাইভা' অর্থ 'নেতা'।
তবে ধোনির অভিজ্ঞতার পাল্লা শুধু খেলাতেই ভারী নয়, এমন ভক্ত সামলানোর অভিজ্ঞতাও তার অনেক। তাই তো মোটেও বিব্রত না হয়ে বরং ভক্তের সঙ্গে লুকোচুরি খেলায় মেতে উঠেন তিনি। কয়েক সেকেন্ড ভক্তের হাত থেকে বাঁচতে দৌড়াদৌড়ি করার পর শেষ পর্যন্ত নিজেই আলিঙ্গন করেন ভক্তকে।
আগে ব্যাট করে স্বাগতিক বিরাট কোহলির সেঞ্চুরিতে ভর করে ২৫০ রান তুলতে সক্ষম হয় ভারত। জবাবে ৪৯.৩ বলে সবকটি উইকেট হারিয়ে ২৪২ রান তুলে অস্ট্রেলিয়া। ৮ রানের জয় পায় স্বাগতিকরা।
যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিরাপত্তা ইস্যুকে সামনে টেনে অনেকে নানা প্রশ্ন তুলছেন আয়োজকদের নিয়ে।