টি-২০ ফরম্যাটে ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের সাফল্য চোখে পড়ার মত। ২০১২ সালের পর ইংলিশদের বিপক্ষে খেলা দু’টি দ্বিপক্ষীয় সিরিজেই জয় তুলে নিয়েছে। এমনকি এ সময় দু’টি বিশ্বকাপেও অপ্রতিরোধ্য ছিলো ক্যারিবীয়রা। বিশ্বকাপের মঞ্চে তিনবারের দেখায় সবগুলোতেই জয় পেয়েছে তারা।
তাই আগামীকাল থেকে ইংল্যান্ডের বিপক্ষে শুরু হওয়া তিন ম্যাচের সিরিজেও সাফল্য পেতে মরিয়া বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। সেন্ট লুসিয়ার ড্যারেন সামি আন্তর্জাতিক স্টেডিয়ামে রাত দু’টায় শুরু হবে সিরিজের প্রথম টি-২০।
তিন ম্যাচের টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরমেন্স করে ওয়েস্ট ইন্ডিজ। দাপট দেখিয়ে সিরিজের প্রথম দু’টেস্টই জিতে নেয় তারা। তৃতীয় টেস্ট হারলেও ২-১ ব্যবধানে সিরিজ জিতে ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট সিরিজের সাফল্য ওয়ানডেতেও টেনে এনেছিলো ক্যারিবীয়রা। প্রথম ম্যাচে জয়ের কাছে গিয়ে হার মানে তারা। তবে দ্বিতীয় ম্যাচ ঠিকই জিতে নেয় স্বাগতিকরা।
তৃতীয় ম্যাচ বৃষ্টিতে পন্ড হলেও, চতুর্থ ওয়ানডে জিতে সিরিজ না হারা নিশ্চিত করে ইংল্যান্ড। সেই সাথে ২-১ ব্যবধানে এগিয়েও যায় তারা। তাই সিরিজ হার এড়াতে পঞ্চম ও শেষ ম্যাচে জয় ছাড়া অন্য কোন পথ খোলা ছিলো না ওয়েস্ট ইন্ডিজের। এমন অবস্থায় ওসান থমাসের আগুন ঝড়ানো বোলিং ও ক্রিস গেইলের বিধ্বংসী ব্যাটিং ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে জয় এনে দেয়। ফলে সিরিজ ২-২ সমতায় শেষ করে ওয়েস্ট ইন্ডিজ। তাই টেস্ট সিরিজ জয় ও ওয়ানডেতে সমতা নিয়ে এবার টি-২০ লড়াই শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ।
এই ফরম্যাটে আরও বেশি ভয়ংকর বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। ২০১৬ সালে ভারতের অনুষ্ঠিত আসরে শিরোপা জয় করেছিলো ক্যারিবীয়রা। তার উপর এই ফরম্যাটে ইংল্যান্ডের বিপক্ষে সাফল্যও অনেক ক্যারিবীয়দের। এখন পর্যন্ত ১৫বারের দেখায় ১১টিতে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের জয় ৪বার। ২০১২ সালের পর সাত বারের মোকাবেলায় মাত্র এক বার হারে ক্যারিবীয়রা। এরমধ্যে টি-২০ বিশ্বকাপে ছিলো তিনটি ম্যাচ। সবগুলোতেই জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।
২০১৬ বিশ্বকাপের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ ছিলো ইংল্যান্ড। শেষ ওভারে ম্যাচ জয়ের জন্য ১৯ রান প্রয়োজন ছিলো ওয়েস্ট ইন্ডিজের। ইংল্যান্ডের পেসার বেন স্টোকসের বিপক্ষে স্ট্রাইকে ছিলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। প্রথম চার বলেই চার ছক্কায় ২৪ রান তুলে ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয়বারের মত শিরোপার স্বাদ দেন ব্রার্থওয়েট।
তাই ঐ স্মৃতি এখনো দৃশ্যমান নিয়মিত অধিনায়ক ব্র্যাথওয়েটের সামনে। তবে ইংল্যান্ডের বিপক্ষে এই সিরিজে অধিনায়কত্ব করতে পারছেন না তিনি। বোর্ডের ইচ্ছাতেই টেস্ট-ওয়ানডে দলপতি জেসন হোল্ডারকে অধিনায়কত্ব করা হয়েছে। তাই টি-২০ সিরিজে ভালো করার ব্যাপারে আশাবাদি হোল্ডার, ‘টেস্ট-ওয়ানডেতে আমরা ভালো পারফরমেন্স করেছি। টেস্ট সিরিজ জিতেছি। ওয়ানডে সিরিজ হারিনি। এই দু’টি সিরিজের ফল আমাদের অনুপ্রাণিত করছে। টি-২০ সিরিজে ভালো করতে আমাদের উৎসাহ দিচ্ছে। এছাড়া এই ফরম্যাটে আমরা বরাবরই ভালো। আশা করি, টি-২০ সিরিজে সাফল্য পাবো আমরা।’
টি-২০ সিরিজ জয় করে ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করার ইচ্ছা পোষণ করেছেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়োইন মরগান। তিনি বলেন, ‘ওয়ানডেতে ভালো খেলেছি আমরা। কিন্তু শেষ ম্যাচে আমরা নিজেদের মেলে ধরতে পারিনি। তাই সিরিজটি হারতে হয়েছে আমাদের। তবে ওয়ানডে এখন অতীত। টি-২০ সিরিজ সামনে। এই সিরিজে ভালো পারফরমেন্স করাই আমাদের প্রধান লক্ষ্য। জয় দিয়ে এই সফর শেষ করতে পারলে দারুণ হবে।’