অধিনায়ক ফাফ ডু-প্লেসিসের সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে সহজ জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করলো স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। রোববার সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কাকে। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল প্রোটিয়ারা।
জোহানেসবার্গে টস জিতে প্রথমে বোলিং বেছে নেয় দক্ষিণ আফ্রিকা। ২৩ রানের মধ্যে শ্রীলঙ্কার দুই ওপেনার ফিরে যান। এরপর মিডল-অর্ডার ব্যাটসম্যানদের দৃঢ়তায় ভালো অবস্থায় পৌঁছায় লংকানরা। কিন্তু দলীয় ১৯৫ রানে পঞ্চম উইকেট হারানোর পর মিনি ধস নামে শ্রীলঙ্কার ইনিংসে। তাতে ৩ ওভার বাকী থাকতে ২৩১ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কার।
দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রান করেন কুশল মেন্ডিস। এছাড়া ওসাদা ফার্নান্দো ৪৯, ধনঞ্জয়া ডি সিলভা ৩৯ ও কুশল পেরেরা ৩৩ রান করেন। দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিডি-ইমরান তাহির ৩টি করে উইকেট নেন।
জয়ের জন্য ২৩২ রানের টার্গেটে শুরুতেই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। দলীয় ১৪ রানে নামের পাশে ১ রান রেখে ফিরেন রেজা হেনড্রিকস। তবে দ্বিতীয় উইকেটে ১৩৬ রানের জুটি গড়ে দলকে জয়ের পথ দেখান আরেক ওপেনার-উইকেটরক্ষক কুইন্টন ডি কক ও ডু-প্লেসিস।
ডি কক ৭২ বলে ৮১ রান করে থামলেও ওয়ানডে ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরির স্বাদ নেন ডু-প্লেসিস। তৃতীয় উইকেটে ভ্যান ডার ডুসানের সাথে অবিচ্ছিন্ন ৮২ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন ডু-প্লেসিস। ১৫টি চার ও ১টি ছক্কায় ১১৪ বলে অপরাজিত ১১২ রান করেন ডু-প্লেসিস। ৪৩ বলে ৩২ রানে অপরাজিত থাকেন ডুসেন।
সেঞ্চুরিয়নে আগামী ৬ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।