অস্ট্রেলিয়ার কাছে টি-২০ সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা পেলেও জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে স্বাগতিক ভারত। বোলারদের নৈপুন্যের পর সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি-কেদার যাদবের ব্যাটিং দৃঢ়তায় ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া। ফলে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বিরাট কোহলির দল। তাই ম্যাচ শেষে ধোনি-কেদারের প্রশংসা করলেন কোহলি।
হায়দারাবাদে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ভারতীয় বোলারদের নৈপুন্যে ৫০ ওভারে ৭ উইকেটে ২৩৬ রান করে অসিরা। দলের পক্ষে মাত্র একজন ব্যাটসম্যান হাফ-সেঞ্চুরির স্বাদ নেন।
ওপেনার উসমান খাজা ৭৬ বলে ৫০ রান করেন। এছাড়া গ্লেন ম্যাক্সওয়েল ৪০, মার্কাস স্টোয়িনিস ৩৭ ও উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি অপরাজিত ৩৬ রান করেন। ভারতের দুই পেসার মোহাম্মদ সামি-জসপ্রিত বুমরাহ’র সাথে স্পিনার কুলদীপ যাদব ২টি করে উইকেট নেন।
জয়ের জন্য ২৩৭ রানের টার্গেটে ৯৯ রানে ৪ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে ভারত। এরপর পঞ্চম উইকেটে জুটি বাঁধেন ধোনি-কেদার। শুরুতে অস্ট্রেলিয়ার বোলারদের সর্তকতার সাথে মোকাবেলা করে পরবর্তীতে রানের গতি বাড়ান তারা। শেষ পর্যন্ত নিজেদের আধিপত্য বিস্তার করে খেলে ১৪১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন ধোনি-কেদার।
বল মোকাবেলা করেছেন ১৪৯টি। ধোনি ৬টি চার ও ১টি ছক্কায় ৭২ বলে ৫৯ ও কেদার ৯টি চার ও ১টি ছক্কায় ৮৭ বলে ৮১ রান করেন। দু’জনের ব্যাটিং নৈপুন্যে সিরিজে উড়ন্ত সূচনা করে ভারত।
ৎতাই ম্যাচ শেষে ধোনি-কেদারের প্রশংসা করলেন ভারত অধিনায়ক কোহলি। তিনি বলেন, ‘বোলাররা দারুন বল করেছে। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের বড় জুটি গড়তে দেয়নি সামি-বুমরাহ-কুলদীপ-জাদেজা। তাই আমাদের সামনে সহজ টার্গেট দাড়ায়। কিন্তু ব্যাটিং-এর শুরুতে আমরা ভালোভাবে জবাব দিতে পারিনি।
৯৯ রানের মধ্যে টপ-অর্ডারের ৪ ব্যাটসম্যানের ফিরে যাওয়াটা বড় ধরনের ধাক্কাই ছিলো। তাতে ছোট টার্গেট কঠিন হয়ে যায়। কিন্তু পঞ্চম উইকেটে ঠান্ডা মাথায় ব্যাট করেছেন ধোনি-কেদার। পরিকল্পনা অনুযায়ী শেষ পর্যন্ত ম্যাচটি বের করে আনেন। দু’জনের ব্যাটিং ছিলো দুর্দান্ত।’
ম্যাচ হারের জন্য ২০-৩০ রান কম হওয়াকে দায়ী করলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তিনি বলেন, ‘আমাদের ব্যাটসম্যানরা ভালো করতে পারেনি। বড় জুটি গড়তে পারিনি আমরা। তবে বোলাররা ভালো বল করেছে। আমরা যদি আরও ২০-৩০ রান করতে পারতাম, তবে বোলাররা লড়াই করতে সক্ষম হতো।’
আগামী ৫ মার্চ নাগপুরে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।