দ্বিপক্ষীয় সিরিজে ছক্কায় বিশ্বরেকর্ড গেইলের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ০৩ মার্চ ২০১৯
দ্বিপক্ষীয় সিরিজে ছক্কায় বিশ্বরেকর্ড গেইলের

দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ করলো ওয়েস্ট ইন্ডিজ। ২-২ ব্যবধানে ড্র হওয়া এই সিরিজে ৩৯টি ছক্কা মেরেছেন ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল। দ্বিপক্ষীয় সিরিজে এটিই সর্বোচ্চ ছক্কার রেকর্ড।

 ছক্কার এই বিশ্বরেকর্ড এতোদিন দখলে রেখেছিলেন ভারতের ওপেনার রোহিত শর্মা। ২০১৩ সালে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাত ম্যাচের সিরিজে ২৩টি ছক্কা মেরেছিলেন রোহিত। ওই সিরিজের শেষ ম্যাচে ২০৯ রানের অসাধারণ ইনিংস খেলেন তিনি। তার ১৫৮ বলের ইনিংসে ১৬টি ছক্কা ছিল।

ছক্কার বিশ্বরেকর্ড গড়া দ্বিপক্ষীয় সিরিজে, ৪ ইনিংসে ২টি করে সেঞ্চুরি-হাফসেঞ্চুরিতে ৪২৪ রান করেছেন গেইল। এটিও একটি রেকর্ড। পাঁচ ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়েন তিনি।



শেয়ার করুন :


আরও পড়ুন

টমাস-গেইলের কাছেই হেরে গেল ইংল্যান্ড

টমাস-গেইলের কাছেই হেরে গেল ইংল্যান্ড

গেইলের তাণ্ডবেও জয় পেল না ওয়েস্ট ইন্ডিজ

গেইলের তাণ্ডবেও জয় পেল না ওয়েস্ট ইন্ডিজ

টস হলেও ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড ম্যাচের বল মাঠে গড়ায়নি

টস হলেও ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড ম্যাচের বল মাঠে গড়ায়নি

ইংল্যান্ডের লক্ষ্য সিরিজ, ওয়েস্ট ইন্ডিজের হার এড়ানো

ইংল্যান্ডের লক্ষ্য সিরিজ, ওয়েস্ট ইন্ডিজের হার এড়ানো