ইংল্যান্ডের লক্ষ্য সিরিজ, ওয়েস্ট ইন্ডিজের হার এড়ানো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১৯ পিএম, ০১ মার্চ ২০১৯
ইংল্যান্ডের লক্ষ্য সিরিজ, ওয়েস্ট ইন্ডিজের হার এড়ানো

চার ম্যাচ শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে সফরকারী ইংল্যান্ড। পঞ্চম ও শেষ ম্যাচ জয়-টাই কিংবা কোন কারনে পরিত্যক্ত হলে সিরিজ জিতে নিবে ইংলিশরা। তাই সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে শেষ ম্যাচ খেলতে নামবে তারা।

সিরিজ জয়ের কোন সুযোগ নেই ওয়েস্ট ইন্ডিজের। তবে সিরিজ হার এড়ানোর সুযোগ রয়েছে ক্যারিবীয়দের। এজন্য শেষ ওয়ানডেতে জয় ছাড়া অন্য কোন পথ খোলা নেই স্বাগতিকদের। তাই জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে খেলতে নামবে ওয়েস্ট ইন্ডিজ। সেন্ট লুসিয়ার ড্যারেন সামি জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রাত ৯টায় শুরু হবে ম্যাচটি।

সিরিজের প্রথম ওয়ানডে থেকেই রানের ফুলঝুড়ি ফুটাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। ব্রিজটাউনে প্রথম ওয়ানডেতে ক্রিস গেইলের ১৩৫ রানের সুবাদে ৩৬০ রানের বড় সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর জেসন রয় ও জো রুটের সেঞ্চুরিতে ৩৬১ রান অতিক্রম করে জয় পায় ইংল্যান্ড। রয় ১২৩ ও রুট ১০২ রান করেন।

প্রথম ম্যাচে জয় হাতছাড়া হলেও দ্বিতীয় ওয়ানডে ঠিকই জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। শিমরোন হেটমায়ারের অপরাজিত ১০৪ রান ও পেসার শেলডন কটরেলের ৫ উইকেট শিকারে ২৬ রানে ম্যাচ জিতে সিরিজে সমতা আনে ক্যারিবীয়রা।

এরপর তৃতীয় ওয়ানডে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায়। তবে চতুর্থ ওয়ানডেতে আবারো ব্যাট-বলের লড়াই করে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড। ব্যাট হাতে দু’দলই বিশ্বরেকর্ড গড়ে। ৪৬ ছক্কা হাকিয়ে ওয়ানডেতে এক ম্যাচে সর্বোচ্চ ওভার বাউন্ডারির বিশ্বরেকর্ড গড়ে তারা। বিশ্বরেকর্ডের ম্যাচে ইংল্যান্ডের হয়ে সেঞ্চুরি করেন অধিনায়ক ইয়োইন মরগান ও জশ বাটলার। মরগানের ১০৩ ও বাটলারের ১৫০ রানে ৬ উইকেটে ৪১৮ রানের পাহাড় গড়ে ইংল্যান্ড।

পরবর্তীতে ওয়েস্ট ইন্ডিজকে রানের পাহাড়ে উঠার সাহস যোগান গেইল। মাত্র ৯৭ বলে ১৬২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। কিন্তু অন্যান্য ব্যাটসম্যানদের ব্যর্থতায় দুর্দান্ত এক জয়কে সাক্ষী করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ২৯ রানে জয়ে সিরিজে এগিয়ে যায় ইংল্যান্ড। পাশাপাশি সিরিজ না হারাও নিশ্চিত করে ইংলিশরা। তাই এখন অনেক বেশি নির্ভার তারা।

ফলে সিরিজ জয়ই এখন প্রধান লক্ষ্য ইংল্যান্ডের। এমনই বললেন দলের অধিনায়ক মরগান, ‘পুরো সিরিজে এখন পর্যন্ত দারুন ক্রিকেট খেলেছি আমরা। সিরিজ জয়ের সুযোগ রয়েছে আমাদের। আমরা এখন অনেক বেশি নির্ভার। কারন অন্তত সিরিজ হারতে হচ্ছে না আমাদের। তাই নিশ্চিন্তে শেষ ম্যাচ খেলে জিততে চাই আমরা। বিশ্বকাপের আগে এই সিরিজ জয় আমাদের অনুপ্রেরণা জোগাবে।’

সিরিজ জয়ের আশা নেই ওয়েস্ট ইন্ডিজের। তবে সিরিজ বাঁচানোর সুযোগ রয়েছে তাদের। তাই এই কাজটি ভালোভাবে করতে চাইছেন ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার। তিনি বলেন, ‘সিরিজ জয়ের কোন সুযোগ না থাকলেও, আমরা ভালো ক্রিকেট খেলেছি। যা শেষ ওয়ানডেতে কাজে দিবে বলে আমার বিশ্বাস। আমরা শেষ ম্যাচ জিততে চাই। সিরিজ হার এড়ানোই এখন আমাদের মূল লক্ষ্য। শুধুমাত্র গেইলের দিকে তাকিয়ে থাকলে হবে না। অন্য ব্যাটসম্যানদের দায়িত্ব নিয়ে বড় ইনিংস খেলতে হবে এবং ম্যাচ শেষ করে আসার কাজটি করতে হবে।’



শেয়ার করুন :


আরও পড়ুন

গেইলের তাণ্ডবেও জয় পেল না ওয়েস্ট ইন্ডিজ

গেইলের তাণ্ডবেও জয় পেল না ওয়েস্ট ইন্ডিজ

টস হলেও ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড ম্যাচের বল মাঠে গড়ায়নি

টস হলেও ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড ম্যাচের বল মাঠে গড়ায়নি

রোচের পরিবর্তে দলে ফিরলেন আন্দ্রে রাসেল

রোচের পরিবর্তে দলে ফিরলেন আন্দ্রে রাসেল

হেটমায়ার-কটরেলের কাছে ইংল্যান্ডের হার

হেটমায়ার-কটরেলের কাছে ইংল্যান্ডের হার