টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজও দাপুটে জয়ে শুরু করলো আফগানিস্তান। দেরাদুনে প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডের বিপক্ষে তারা পেয়েছে সহজ জয়। বোলারদের চমৎকার পারফরম্যান্সে আইরিশদের ৫ উইকেটে হারিয়েছে আফগানরা।
পল স্টারলিং ৮৯ রানের ইনিংস খেললেও আয়ারল্যান্ডের স্কোর বেশিদূর যায়নি। আফগান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৯.২ ওভারে তারা অলআউট ১৬১ রানে। সহজ এই লক্ষ্য ৪৯ বল আগেই ৫ উইকেট হারিয়ে টপকে যায় আফগানিস্তান। তাতে পাঁচ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল তারা।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে আয়ারল্যান্ড। আফগানিস্তানের ‘হোম ভেন্যু’ দেরাদুনের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে নেমেছিল তারা ঘুরে দাঁড়াতে। যদিও সেই মিশনে মুজিব উর রহমান (৩/১৪), দৌলত জারদান (৩/৩৫) ও গুলবাদিন নাইবের (২/২০) চমৎকার বোলিংয়ের সামনে আইরিশ কোনও ব্যাটসম্যানই সুবিধা করতে পারেননি।
ব্যর্থতার মিছিলে কেবল স্টারলিং টিকে ছিলেন একপ্রান্তে। এই ওপেনার ১৫০ বলে ৬ বাউন্ডারি ও ৩ ছক্কায় করেন ৮৯ রান। আর ৩৭ রান আসে জর্জ ডকরেলের ব্যাট থেকে।
১৬২ রানের লক্ষ্যে খেলতে নেমে ভালো শুরু পায় আফগানিস্তান। মোহাম্মদ শাহজাদ ও হযরতউল্লাহ জাজাই যোগ করেন ৪৩ রান। জাজাই ৪২ বলে ২৫ রান করে আউট হন। আর শাহজাদের ব্যাট থেকে আসে ৪৩ রান। রহমত শাহ করেন ২২ ও ম্যাচসেরার পুরস্কার জেতা গুলবাদিন নাইবের ব্যাট থেকে আসে দলীয় সর্বোচ্চ ৪৬ রান।
আয়ারল্যান্ডের সবচেয়ে সফল বোলার বয়েড রানকিন। এই পেসার ৪৮ রান খরচায় পেয়েছেন ২ উইকেট।