কেমার রোচের পরিবর্তে ইংল্যান্ডের বিপক্ষে শেষ দুই ওয়ানডের জন্য ওয়েস্ট ইন্ডিজ দলে সুযোগ পেলেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল। টেস্ট সিরিজ চলাকালে পাওয়া পিঠের ইনজুরির কারনে চলমান সিরিজ থেকে নিজের নাম সরিয়ে নিলেন রোচ।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের নির্বাচকদের চেয়ারম্যান কোর্টনি ব্রাউন বলেন, ‘ইনজুরির কারনে ওয়ানডে সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন রোচ। তার পরিবর্তে শেষ দুই ওয়ানডের জন্য দলে সুযোগ পেয়েছেন অভিজ্ঞ রাসেল। আমরা বিশ্বাস করি, দলের গুরুত্বপূর্ণ সদস্য রাসেল। হাটুঁর ইনজুরির কারনে রাসেলের বোলিং নিয়ে আমরা শঙ্কিত। তবে তার বিধ্বংসী ব্যাটিং দলের জন্য সহায়ক হবে। সিরিজের বাকী ম্যাচগুলোতে দল ভালো করবে আমরা আশাবাদী।’
গেল বছরের জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন রাসেল। এখন পর্যন্ত ৫২ ওয়ানডেতে ৪টি হাফ-সেঞ্চুরিতে ৯৯৮ রান ও বল হাতে ৬৫ উইকেট নিয়েছেন রাসেল।
২৭ ফেব্রুয়ারি ও ২ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের চতুর্থ-পঞ্চম ওয়ানডে। ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচের টি-২০ লড়াইয়ে নামবে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। যা শুরু হবে ৫ মার্চ।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড
জেসন হোল্ডার, ফাবিয়ান অ্যালেন, দেবেন্দ্র বিশু, ড্যারেন ব্রাভো, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, শাই হোপ, এভিন লুইস, অ্যাশলে নার্স, কেমো পল, নিকলাস পুরান, রভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল এবং ওশান থমাস।