সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে জঙ্গী হামলার পর দেশটিতে পাকিস্তান বিরোধী মনোভাব ব্যপকভাবে ছড়িয়ে পড়েছে। এ হামলার মদদদাতা হিসেবেই ভারতীয়রা পাকিস্তানকে দায়ী করছে।
তবে পাকিস্তান বরাবরের ন্যায় এ অভিযোগ অস্বীকার করে আসছে। কিন্তু ভারতীয়রা এতটাই ক্ষুদ্ধ যে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আসন্ন ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করার আহবান পর্যন্ত জানিয়েছেন অনেকে। দেশটির বিভিন্ন প্রদেশের ক্রিকেট ক্লাবগুলো থেকে পাকিস্তানী তারকাদের ছবি পর্যন্ত নামিয়ে ফেলা হয়েছে। আবার কোথাও কোথাও পাকিস্তানীদের ছবি নামিয়ে ফেলা হয়েছে। তারপরও বিশ্বকাপে পাকিস্তান ম্যাচ বয়কচ না করার পক্ষেই বিশেষজ্ঞরা।
বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে না খেললে ক্ষতি হবে বলে মনে করছেন ভারতের সাবেক অধিনায়ক সুনিল গাভাস্কার। তিনি মনে করছেন দ্বিপাক্ষিক সিরিজ না খেলা অব্যাহত রেখে পাকিস্তানকে ‘আঘাত’ করতে পারে ভারত।
ইন্ডিয়া টুডে পত্রিকাকে গাভাস্কার বলেন বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে খেললে কে জিতবে? আমি সেমিফাইনাল কিংবা ফাইনালের কথা বলছিনা। কে জিতবে? পাকিস্তান জিতবে। কেননা তারা দুই পয়েন্ট পাবে।’
‘বিশ্বকাপে এ পর্যন্ত পাকিস্তানকে সব ম্যাচেই হারিয়েছে ভারত। সুতরাং পাকিস্তানকে হারিয়ে আমরা দুই পয়েন্ট পেতে পারি, তাদের সেমিফাইনালে ওঠা আমরা আটকাতে পারি।’
তিনি আরো বলেন,‘তবে সরকার যে সিদ্ধান্ত নেবে আমি তার সাথেই আছি,তাকব। দেশ যদি মনে করে পাকিস্তানের সাথে খেলা ছিক হবে না আমি একমত।’
‘পাকিস্তানকে কিভাবে ক্ষতিগ্রস্ত করা যায়? তারা যদি ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ না খেরতে পারে তবে তারা ক্ষতিগ্রস্ত হবে। আন্তর্জাতিক কোন টুির্নামেন্টে না খেললে ভারত ক্ষতিগ্রস্ত হবে। আরো গভীরভাবে বিষয়টি নিয়ে চিন্তা করতে হবে।’
এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে বলা হয়েছে ইংল্যান্ডে অনুষ্ঠেয় আসন্ন বিশ্বকাপে পাকিস্তানকে নিষিদ্ধ করার কোন পথ নেই।
শনিবার ভারতে শুরু হওয়া শুটিং বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তানী শুটারদের ভিসা দেয়া হয়নি। বিসিসিআইর এক কর্মকর্তা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে(পিটিআই) বলেন,‘ এ সমস্যা সমাধানে সাংবিধানিক কিংবা চুক্তিগত কোন পথ নেই। আইসিসির সংবিধান অনুযায়ী কোন দল বাছাই পর্ব তেকে উন্নীত হলে আইসিসি ইভেন্টে তাদেরকে অংশ গ্রহণ করতে দিতে হবে।’
বোর্ডের শীর্ষ এক কর্মকর্তা জানান বিষয়টি যদি আইসিসিতে তোলা হয় এবং তারা বোর্ড সদস্যদের সামনে ভোটের জন্য তুলে ধরে, ভারত হয়তো অন্য দেশগুলোর সমর্থন পাবেনা।
ভারতীয় দলের সাবেক ওপেনার এবং উত্তর প্রদেশ সরকারের বর্তমান মন্ত্রী চেতন চৌহান বলেছেন বিশ্বকাপের মত বৈশ্বিক কোন টুর্নামেন্ট থেকে তুলে নেয়া ক্রিকেট বোর্ডগুলোর জন্য মোটেই সহজ কাজ নয়। বরং পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করলে এটা ভারতের জন্য ক্ষতিকর হতে পারে।
চৌহান বলেন,‘ প্রত্যেক টুর্নামেন্টের নিজস্ব একটা নিয়ম আছে এবং এখানে এখানে অনেক দেশ অংশ গ্রহণ করায় বৈশ্বিক ইভেন্টেগুলোতে অংশ গ্রহণ না খুব সহজ নয়। আমরা নাম প্রত্যাহার করলে আমাদের শাস্তি পেতে হতে পারে। আর্থিক জরিমানা অথবা নিষিদ্ধ করা হতে পারে। আমি মনে করি সরকার ও বিসিসিআই বিষয়টি বিবেচনা করবে।’
তবে বিষয়টি নিয়ে বেশ সতর্কতার সঙ্গে সামনে এগুনোর কথা বলে বিসিসিআই জানিয়েছে সরকার যে সিদ্ধান্ত দেবে তারা সেটাই মেনে নেবে।