২০২০ সালে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-২০ মহিলা বিশ্বকাপ ক্রিকেটের টিকিট বিক্রি বৃহস্পতিকার থেকে শুরু হচ্ছে।
ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক বিবৃতিতে এ কথা জানায়। নিজেদের ওয়েবসাইটে টুর্নামেন্টের ২৩ ম্যাচের টিকিট ক্রয় করতে পারবেন ক্রিকেট ভক্তরা।অস্ট্রেলিয়ার মোট ছয়টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট।
দশ দল নিয়ে ২০২০ সালের ২১ ফেব্রুয়ারি শুরু হবে টুর্নামেন্টের সপ্তম আসর। ফেব্রুয়ারি। শেষ হবে ৮ মার্চ। সিডনি শোগ্রাউন্ড স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন-স্বাগতিক অস্ট্রেলিয়া ও ভারত। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে হবে টুর্নামেন্টের দু’টি সেমিফাইনাল।
আন্তর্জাতিক নারী দিবস ৮ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। দিনটিতে ব্যপক দর্শকের উপস্থিতি আশা করা হচ্ছে।
মূল লড়াই শুরুর আগে দু’টি ভেন্যুতে ১৬ থেকে ২০ ফেব্রুয়ারি হবে বিশ্বকাপের প্রস্তুতিমূলক ম্যাচ।