এলিস্টার কুকের বিশ্বাস এ বছর নিজ মাঠে শিরোপা জয়ের মাধ্যমে ইংল্যান্ড দশকের পর দশক যাবত বিশ্বকাপের খড়া কাটাবে।
এ পর্যন্ত কখনো বিশ্বকাপ শিরোপা জিততে পারেনি ইংল্যান্ড। তবে আগামী ৩০ মে শুরু হতে যাওয়া এ মেগা ইভেন্টে ইয়োইন মরগানের নেতৃত্বাধীন র্যাংকিংয়ের শীর্ষ দলটি শিরোপা জিতবে মনে করছেন কুক।
টেস্ট ক্রিকেটে দেশের হয়ে সর্বোচ্চ রান ও সর্বোচ্চ ম্যাচ খেলে গত বছর অবসর নেয়া কুক বলেন ১৯৭৯, ১৯৮৭ এবং ১৯৯২ বিশ্বকাপে ফাইনালে না পারলেও এবার মরগানের দলটির ভাল করার অনেক কারণ আছে।
লন্ডনের ট্রাফালগার স্কয়ারে এক অনুষ্ঠানে বার্তা সংস্থা এএফপিকে কুক বলেন, ‘তারা এখন খুবই স্তিতিশীল একটি দল। দলের রজন্য তারা খুব ভাল মানের ১৫জন খেলোয়াড় তারা পেয়েছে।’
কখনো বিশ্বকাপ না খেলা এ সাবেক তারকা বলেন, ‘দলের প্রত্যেক খেলোয়াড়ই নিজের দায়িত্ব সম্পর্কে জানে, দায়িত্ব পালনে স্বাচ্ছন্দ্য বোধ কওে, দলের গীরতা অনেক, হাতে অনেক বিকল্প আছে এবং দলটি বেশ চমৎকার। অসাধারন একটি ওয়ানডে দল এটি।’
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ২০১৫ আসরে ব্যর্থতার ষোল কলা পুর্ন করে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় ইংল্যান্ড। তবে সেই ব্যর্থতার পর দলটি দারুনভাবে ঘুড়ে দাঁড়িয়েছে এবং র্যাংকিংয়ের শীর্ষ স্থান দখল করেছে বলে উল্লেখ করেন কুক।
তিনি বলেন, ‘সম্ভবত বছরের পর বছর আমরা টেস্ট ক্রিকেটে নজর দিয়েছি। কিন্তু গত তিন/চার বছর আমরা ওয়ানডে ক্রিকেটে নজর দিয়েছি এবং যার প্রেক্ষিতে আজকে আমাদের এই উন্নতি।’