নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ ফের ব্যার্থ অর্ডারের ব্যাটসম্যানরা। তবে এ দিন দুর্দান্ত খেলেছেন মিডট অর্ডারের সাব্বির ও লোয়ার অর্ডারের সাইফুদ্দিন।
তাদের দুর্দান্ত পারফরম্যান্সের কারণেও শেষ ম্যাচেও জয়ের দেখা যায়নি বাংলাদেশ। ফলে হোয়াটওয়াশ হতে হয়েছে মাশরাফিদের।
এমন হারের পর বাংলাদেশী ক্রীড়াপ্রেমীদের কাছে ক্ষমা চেয়েছে শেষ ম্যাচে ৬৩ বলে ৪৪ রান করা সাইফুদ্দিন। তিনি তার ফেসবুক পাতায় এ বিষয়ে একটি পোস্ট করেন।
সাইফুদ্দিন লিখেছেন, ‘‘ আমাদের দলের লোয়ার অর্ডারের দীর্ঘদিনের সমস্যা সমাধানের চেষ্টা করেছি। দলের প্রয়োজনে কিছুটা ধীরগতিতে ব্যাটিং করতে হয়েছে। বোলিং এ সবসময় নিজের সর্বোচ্চ দেয়ার চেষ্টা করি । যদিও আমরা খুব বাজে ভাবে সিরিজ টা হেরে গেছি । আশা করছি পরবর্তি সিরিজ এ ভালো করবো। সকল বাংলাদেশী ক্রীড়াপ্রেমী মানুষ দের প্রতি দুঃখ প্রকাশ করছি। ধন্যবাদ আমদের পাশে থাকার জন্য।’’
এদিন, ব্যাটিংয়ে পাশাপাশি বোলিংয়েও দুর্দান্ত পারফর্ম করেন। তিনি ১০ ওভার বল করে ৪৮ রান দেন এবং ১ উইকেট তুলে নেন।