মানসিকভাবে ধাক্কাই হারের কারণ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৯
মানসিকভাবে ধাক্কাই হারের কারণ

ছবি: নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড

দুর্দন্ত ছন্দে থাকা বাংলাদেশকে যেন চেনাই যাচ্ছে না। নিউজিল্যান্ড সফরে গিয়ে দেখা গেলো এক অন্য বাংলাদেশের। বাজে পারফরম্যান্সের কারণে হোয়াটওয়াশও হতে হলো টাইগারদের। কিন্তু কেন এমন হচ্ছে?

এমন বাজে পারফরম্যান্সের কারণ জানালেন অধিনায়ক মাশারাফি। ‘‘‘একটা জিনিস, ফিল্ডিং চাইলেই উন্নতি করা যায়। বোলিং বা ব্যাটিংয়ে একটু সময় লাগে। এখানে স্কিলের ব্যাপার আছে। ফিল্ডিংয়ে চেষ্টা করলে দেখতে ভালো লাগে, চেষ্টাটা বোঝা যায়।। হয়তো সবাই মানসিকভাবে একটু ধাক্কা খেয়েছিল। মানসিকভাবে একটু তাড়াহুড়োও ছিল, তাই গড়বড় হয়ে গেছে। যে ফিল্ডার থাকে তারা বিভ্রান্ত হয়ে যায়। আর সব সময় একই ছন্দে তো থাকা সম্ভব নয়, ক্যাচ মিস তো হতেই পারে।’’

সব মিলে ‘বেসিকের’ জায়গাতেই সমস্যা হয়েছে বলে মনে করেন ম্যাশ, ‘‘প্রথম দুই ম্যাচে না হওয়ার পর আমি না, পুরো দল তারপরও পজিটিভ ছিলাম। আমরা মনে হয় ভিন্ন কিছু করতে গেছিলাম। এই উইকেটে একটু সুইং বা বাউন্স থাকবে স্বাভাবিকভাবেই। কিন্তু বেসিকে থাকাটা বেশি গুরুত্বপূর্ণ ছিল, যেটা আমরা থাকতে পারিনি। কালকে হয়তো চিন্তা করিনি, কারণ পজিটিভ তো থাকতে হবে। ওয়েস্ট ইন্ডিজে তামিম রান করেছে, কিন্তু এশিয়া কাপে ২০-২৫ রানে ৩ উইকেট গেছে, এখানেও তাই হয়েছে।’’

বিশ্বকাপের আগে এই ফলাফল অস্বস্তি দায়ক হলেও সামনে তাকাচ্ছেন মাশরাফি, ‘‘পরের টুর্নামেন্টের এখনো দুই মাস বাকি, আমাদের একটা পথ বের করতে হবে। আয়ারল্যান্ডে প্রায় একই রকম কন্ডিশন, আগেরবার তো ঘাস বেশি ছিল। অনেক সময় কন্ডিশন আমাদের পক্ষে ছিল না। কীভাবে রান করব, সেটা আমাদের বের করতে হবে। ১০ ওভার পরে ব্যাটিং করা সহজ হয়ে যায়, এটা আমাদের বুঝতে হবে।’’



শেয়ার করুন :


আরও পড়ুন

নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ

নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ

হোয়াটওয়াশ হয়ে পয়েন্টে টাইগারদের অবনতি   

হোয়াটওয়াশ হয়ে পয়েন্টে টাইগারদের অবনতি  

ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির করলেন সাব্বির

ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির করলেন সাব্বির

নতুন রেকর্ড গড়লো বাংলাদেশ

নতুন রেকর্ড গড়লো বাংলাদেশ