নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানেডে সিরিজে হোয়াটওয়াশ হয়েছে বাংলাদেশ। এর ফলে বাংলাদেশের র্যাংকিংয়ে কোন প্রভাব না পড়লেও খোয়াতে হয়েছে পয়েন্ট।
বাংলাদেশ-নিউজিল্যান্ডের সিরিজের শেষ ওয়ানডের পর আইসিসি ওয়ানডে র্যাংকিং প্রকাশ করে। বাংলাদেশকে হোয়াটওয়াশ করার পর ওয়ানডে র্যাংকিংয়ে ৪ নম্বরে থাকা নিউজিল্যান্ড তিনে চলে এসেছে। অপরদিকে, সিরিজ হারায় বাংলাদেশ ৩ পয়েন্ট হারিয়েছে।
সিরিজ শুরু আগে ওয়ানডেতে ৯৩ রেটিং নিয়ে সপ্তমস্থানে ছিল বাংলাদেশ। কিন্তু পয়েন্ট হারিয়ে বাংলাদেশের বর্তমান রেটিং ৯০। তবে পয়েন্ট হারিয়ে যদিও বাংলাদেশের র্যাংকিংয়ে অবনতি হয়নি।
তবে সুখের সংবাদ হলো বাংলাদেশের পেছনে থাকা অর্থ্যাৎ ৮ নম্বরে র্যাংকিংয়ে শ্রীলঙ্কার পয়েন্ট ৭৮। তাই বাংলাদেশের আপাতত র্যাংকিংয়ে অবনতি হওয়ার সুযোগ কম।
এছাড়া, ১০০ রেটিং নিয়ে বাংলাদেশের মাথার উপরে রয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার র্যাংকিং ৬।