নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেলো সাব্বির সাব্বির রহমান। তিনি ১০৫ বলে শতকটি তুলে নেন।
এক মাস নিষেধাজ্ঞা রেখেই সাব্বিরকে দলে ডাকা হয়। এরপর থেকেই শুরু হয় নানা সামালোচনা। তবে কিসের ভিত্তিতে তাকে দলে নেওয়া হয়েছিল সেটাও কোন জবাব এখনো পাওয়া যায়নি।
৬১ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশকে লড়াইয়ে ফেরান সাব্বির রহমান এবং মোহাম্মদ সাইফউদ্দিন। ৬ষ্ঠ উইকেটে দুজনে মিলে গড়েন ১০১ রানের অসাধারণ এক জুটি।
৬৩ বলে ৪ বাউন্ডারিতে ৪৪ করা সাইফউদ্দিন ট্রেন্ট বোল্টের বলে গাপটিলের হাতে ধরা পড়লে জুটির অবসান হয়। অন্যপ্রান্তে ৫৯ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন সাব্বির রহমান। তিন অংকে পৌঁছতে তিনি ১০৫ বল; হাঁকান ১২টি চার এবং ২টি ছক্কা। এর আগে তার ক্যারিয়ার সেরা সংগ্রহ ছিল ৬৬।
তবে সাব্বিরের এই চমৎকার ইনিংসের দিনে হারের পথে আছে বাংলাদেশ। এই ম্যাচ হারলে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়ে ওয়ানডে সিরিজ শেষ করতে হবে টাইগারদের।