তিন ম্যাচ ওয়ানডে সিরিজ আগেই হেরেছে বাংলাদেশ। এবার সিরিজের শেষ ম্যাচে প্রথমে ব্যাট করে বাংলাদেশকে ৩৩১ রানের বিশাল টার্গেট দিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড।
এর আগে সিরিজের প্রথম দুই ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজ নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। এবার শেষ ম্যাচে জয় তুলে নিয়ে নিজ মাটিতে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চায় নিউজিল্যান্ড। অন্যদিকে সিরিজ হারলেও শেষ ম্যাচে জয় তুলে নিয়ে হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচতে চায় মাশরাফিরা।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল মোস্তাফিজুর রহমান। তবে ২ উইকেট নিলেও তিনি খরচ করেছেন ৯৩ রান। একটি করে উইকেট নিয়েছেন মাশরাফি, রুবেল, সাইফউদ্দিন আর মিরাজ। অন্যদিকে ব্যাট হাতে নিকোলস ৬৪, টেলর ৬৯ আর লাথাম করেন ৫৯ রান।
আগের দুই ম্যাচে দুই ফিফটি করা মোহাম্মদ মিঠুন হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে এ ম্যাচে খেলতে পারছেন না। তার পরিবর্তে একাদশে এসেছেন ডানহাতি পেসার রুবেল হোসেন।