ওয়ানডে ম্যাচে মাত্র ২৪ রানেই অলআউট ওমান। একটু অবাক করার মতো হলেও মঙ্গলবার এটিই ঘটেছে আল আমিরাত ক্রিকেট স্টেডিয়ামে। আর এই সহজ লক্ষ্য তাড়া করতে নেমে কোন উইকেট না হারিয়ে তিন ওভারেই জয় তুলে নেয় স্কটল্যান্ড।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় স্কটল্যান্ড। ব্যাটিংয়ে শুরুতে নিয়মিত উইকেট হারাতে থাকে। ব্যাট করতে নেমে শুরুর ৫ ওভারে ৮ রানে ৪ উইকেট হারায় ওমান। এরমধ্যে প্রথম তিনজন শূন্য রান করে ফিরে যান। ফলে ২৬ রানেই অলআউট হয়ে যায় ওমান।
ওমান তাদের মোট রানের মধ্যে দুই রান পেয়েছে অতিরিক্ত থেকে। এছাড়া ৬ ব্যাটসম্যান শূণ্য রানে আউট হন। ওমানের হয়ে সর্বোচ্চ রান করেছেন খাওয়ার আলী। তিনি ১৫ রান করেন। দলের পক্ষে একমাত্র তিনিই দুই অংকে রান নিয়ে যান।
স্কটল্যান্ডের নেইল ও স্মিথ চারটি করে উইকেট নেন। এছাড়া ইভান্স দুই উইকেট নেন।
জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে স্কটল্যান্ড মাত্র ৩.২ ওভারেই জয় তুলে নেয়। স্কটল্যান্ডের ম্যাথু ক্রস ১১ বলে এক চারের সুবাদে ১০ রান এবং কাইল কোয়েটার ৯ বলে ৩ চারের সুবাদে ১৬ রান তুলে নেন।