আগামী ৩০ মে মাঠে গড়াবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০১৯। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে অনুষ্ঠিত হবে ক্রিকেটের সংক্ষিপ্ত আসরের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিাপূর্ণ এই টুর্নামেন্ট।
আর এই বিশ্বকাপের পর একদিনের ম্যাচকে বিদায় জানাবেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং দানব ক্রিস গেইল। তবে অবসরের আগে তার শেষ ইচ্ছা বিশ্বকাপের ট্রফি জেতা। আর এই ইচ্ছা পূরণ হলে টানা ৫০ দিন উদযাপনের ঘোষণা দিয়েছেন তিনি।
গেইল বলেন, বিশ্বকাপের পর অবসর নেব। এর আগে বিশ্ব শিরোপা ছুঁয়ে দেখতে চাই। একমাত্র সোনালি ট্রফিটিই হতে পারে আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন।
তিনি বলেন, ৫০ ওভারের বিশ্বকাপ জেতা হবে আমার ক্যারিয়ারের সর্বোচ্চ অর্জন। ফাইনাল ম্যাচ দিয়ে সেই স্বপ্নপূরণ হলে আমি উইকেটে শুয়ে থাকব এবং তৃপ্তির সঙ্গে ঘুমাব। ফাইনালি লড়াইয়ে জিতলে টানা ৫০ দিন উদযাপন করব।
গেইল সবশেষ ওয়ানডে খেলেন বাংলাদেশের বিপক্ষে ২০১৮ সালে। এবার ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ডাক পেয়েছেন তিনি। এই ফরম্যাটের জন্য আসন্ন সিরিজেই নিজেকে ঝালাই করে নিবেন এ ক্যারিবিয়ান বিস্ফোরক ব্যাটার।