নিজেকে বিশ্বসেরা দাবি করলেন গেইল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৯
নিজেকে বিশ্বসেরা দাবি করলেন গেইল

আসন্ন আইসিসি বিশ্বকাপের পরেই ওয়ানডের জার্সিতে দেখা যাবে না ওয়েস্ট ইন্ডিজের হার্ট হিটার ব্যাটসম্যান ক্রিস গেইল। এমন ঘোষণা পর সাংবাদকর্মীদের মুখোমুখি হন গেইলের। এসময় তিনি নিজেকে বিশ্বসেরা দাবি করে বসেন।

গেইল বলেন, ‌‌‘‘ আমি পৃথিবীর সেরা খেলোয়াড়। হ্যাঁ অবশ্যই আমি এখনো ‘ইউনিভার্স বস’। এটি কখনোই পরির্বত হবে না। এটিকে আমি কবর পর্যন্ত নিয়ে যাবো’

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে গেইল বলেন, ‘অবশ্যই ইংল্যান্ড বিশ্বকাপের পরই একটি সমাপ্তির সীমারেখা টেনে দিতে চাই। কিংবা আমার কি বলা উচিৎ? অবশ্যই ৫০ ওভার ক্রিকেটে বিশ্বকাপই আমার শেষ।’

রোববার হঠাৎ করেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ডের টুইটার এ্যাকাউন্টে ঘোষণা করা হয়, বিশ্বকাপের পর গেইল আর ওয়ানডে খেলছেন না।

ক্রিস গেইল ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছেন। তিনি এখন পর্যন্ত ২৩ টি সেঞ্চুরি করেছেন। এছাড়া গেইল দেশটি দ্বিতীয় সর্বোচ্চ ব্যাক্তিগত রান করেছেন। তিনি ৯ হাজার ৭২৭ রান করেন। তবে ব্রায়ান লারা ১০ হাজার ৪০৫ রান করে এখনো তালিকায় প্রথমে রয়েছেন।

১৯৯৯ সালে ভারতের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলে অভিষেক হয় ক্রিস গেইলের। এখন পর্যন্ত তিনি ১০৩টি টেস্ট, ২৮৪টি ওয়ানডে এবং ৫৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। টেস্টে সর্বমোট ৭ হাজার ২১৪, ওয়ানডেতে ৯ হাজার ৭২৭ এবং টি-টোয়েন্টিতে ১ হাজার ৬০৭ রান করেছেন।

বোলিংয়েও গেইল দুর্দান্ত অবদান রেখেছেন। এখন পর্যন্ত তিনি টেস্টে ৭৩, ওয়ানডেতে ১৬৫ এবং টি-টোয়েন্টিতে ১৭টি উইকেট নিয়েছেন।



শেয়ার করুন :


আরও পড়ুন

অবসরের বার্তা দিলেন ক্রিস গেইল

অবসরের বার্তা দিলেন ক্রিস গেইল

গেইলকে উপহার দিলেন মাশরাফি

গেইলকে উপহার দিলেন মাশরাফি

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দলে ফিরলেন গেইল-লুইস

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দলে ফিরলেন গেইল-লুইস

বিশ্রামে মিঠুন খেলবেন মুমিনুল, সংশয়ে মুশফিক

বিশ্রামে মিঠুন খেলবেন মুমিনুল, সংশয়ে মুশফিক