বিশ্রামে মিঠুন খেলবেন মুমিনুল, সংশয়ে মুশফিক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২০ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৯
বিশ্রামে মিঠুন খেলবেন মুমিনুল, সংশয়ে মুশফিক

ব্যাটসম্যান ও বোলারদের বাজে পারফরমেন্সে নিউজিল্যান্ডের কাছে ইতোমধ্যে ওয়ানডে সিরিজ হেরেছে সফরকারী বাংলাদেশ। সিরিজ হেরে এখন হোয়াইটওয়াশের মুখে দাঁড়িয়ে টাইগাররা।

এমন দুঃসময়ে ফের এলো নেতিবাচক খবর। ইনজুরির কারণে ইনফর্মে থাকা মোহাম্মদ মিঠুনকে শেষ ওয়ানডেতে রাখা হবে বিশ্রামে। আর মুশফিকের খেলা, না খেলা এখনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। তাই দলে খেলা সম্ভাবনা মোটামুটি নিশ্চিত মুমিনুল হকের।

দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান মিঠুন। প্রথম দুই ম্যাচে তিনি দলের জন্য সব বড় ভূমিকা রাখেন। প্রথম ম্যাচে ৯০ বলে ৬২ রান করেন। এর পরের ম্যাচেও করেন অর্ধশতক। দ্বিতীয় ম্যাচে তিনি ৬৯ বলে ৫৭ রান করেন। তাই বুঝাই যাচ্ছে, শেষ ম্যাচ মিঠুনের থাকাটা কতটা গুরুত্বপূর্ণ ছিল।

অপরদিকে, দ্বিতীয় ম্যাচের সময় থেকে পাঁজরের একপাশে মুশফিক ব্যথা অনুভব করেছেন। তাই তাকে নিয়েও দল রয়েছে সংশয়ে। তবে তাকে চেকআপ করানোর পরই জানা যাবে, দ্বিতীয় ম্যাচে মুশফিক খেলবে কি না।

mominul

তবে ইনজুরি আর অফফর্মময় দলে শেষ ম্যাচ মুমিনুলে খেলার বিষয়ে মোটামুটি নিশ্চিত। সোমবার মুমিনুলসহ প্রায় সকল খেলোয়াড়দের ঘন্টা তিনেক ঘাম জড়ানো অনুশীলন করতে দেখা গেছে।

আগামী ২০ ফেব্রুয়ারী বুধবার বাংলাদেশ সময় ভোর রাত চারটায় ডানেডিনে ইউনিভার্সিটি ওভালে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। হোয়াটওয়াশের লজ্জা এড়াতে শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের।



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশের সামনে হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ

বাংলাদেশের সামনে হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ

মাহমুদউল্লাহ ও বোল্টকে আইসিসির শাস্তি

মাহমুদউল্লাহ ও বোল্টকে আইসিসির শাস্তি

বাংলাদেশের বিপক্ষে গাপটিলের সর্বোচ্চ সেঞ্চুরি

বাংলাদেশের বিপক্ষে গাপটিলের সর্বোচ্চ সেঞ্চুরি

সিরিজ জিতে নিউজিল্যান্ডের উন্নতি, টাইগারদের অবনতি

সিরিজ জিতে নিউজিল্যান্ডের উন্নতি, টাইগারদের অবনতি