ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্লেয়ার্স ড্রাফট শুরু হয়েছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী তাদের দলে ভিড়িয়েছে বাংলাদেশ দলের দলের দুই ক্রিকেটার রুবেল হোসেন ও মেহেদী হাসান মিরাজকে। আকাশী-নীল শিবির আগেই রিটেইন করে ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
ডিপিএলে টিকে থাকা দশটি ক্লাব তিনজন করে ক্রিকেটার ধরে রাখতে পেরেছে ড্রাফটের আগেই। নবাগত দুই দল উত্তরা স্পোর্টিং ও বিকেএসপির রিটেইন করার সুযোগ না থাকায় তারা তিনজন করে ক্রিকেটার বেছে নেওয়ার সুযোগ পায়।
সোমবার রাজধানীর একটি হোটেলে রুদ্ধদ্বার প্লেয়ার্স ড্রাফট শুরু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রথম চারটি কল সম্পন্ন হয়েছে। সৌম্য সরকারকে নিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। বিপিএলে দারুণ ব্যাটিং করা রনি তালুকদারকে নিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। লিজেন্ডস অব রূপগঞ্জ নিয়েছে মুমিনুল হককে। আবাহনীর গত আসরের অধিনায়ক নাসির হোসেনকে নিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
নিউজিল্যান্ড সফরের টেস্ট দলে থাকা বেশ কয়েকজন ক্রিকেটার কিছুটা সময় বিশ্রাম নিয়ে ডিপিএলের শেষ দিকে নামবেন মাঠে। তবে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকে পাওয়া যাবে না। তারা বিশ্বকাপের জন্য ফিটনেস নিয়ে কাজ করবেন এই সময়টাতে। নিজেদের নাম প্রত্যাহার চেয়ে বিসিবির কাছে আবেদন করায় তাদের নাম থাকছে না ড্রাফটে।
ডিপিএল না খেলার তালিকায় যোগ হতে পারেন সাকিব আল হাসানও। চোটে থাকা এ অলরাউন্ডার সুস্থ হলে খেলবেন নিউজিল্যান্ড সফরের টেস্ট সিরিজ। এপ্রিলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে নামবেন আইপিএল খেলতে। দুটির মাঝে প্রিমিয়ার লিগে সাকিবের নামার সম্ভাবনা তাই কম।
ডিপিএলে ওয়ানডে লিগ শুরুর আগে মাঠে গড়াবে টি-টুয়েন্টি টুর্নামেন্ট। ওয়ানডে লিগ শুরু হওয়ার কথা আগামী ১ মার্চ। আর টি-টুয়েন্টি টুর্নামেন্ট শুরু ২৫ ফেব্রুয়ারি থেকে।
আবাহনী লিমিটেড: মাশরাফি বিন মুর্তজা, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, রুবেল হোসেন, জহুরুল ইসলাম অমি, দেলোয়ার হোসেন, মেহেদী হাসান মিরাজ
শেখ জামাল ধানমণ্ডি ক্লাব: জিয়াউর রহমান, নুরুল হাসান সোহান, তানবীর হায়দার, নাসির হোসেন, মোহাম্মদ ইলিয়াস, মো: শহিদুল ইসলাম, ইমতিয়াজ হোসেন তান্না
লিজেন্ডস অব রূপগঞ্জ: নাঈম ইসলাম, নাঈম শেখ, আসিফ হাসান, মুমিনুল হক, জাকির আলী অনিক, মোহাম্মদ শহিদ, শাহরিয়ার নাফীস
প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব: ফরহাদ রেজা, মার্শাল আইয়ুব, আরাফাত সানি, তাইবুর রহমান পারভেজ, সাইফ হাসান, মো: সৈকত আলী, মাহমুদুল হাসান লিমন
খেলাঘর সমাজ কল্যাণ সমিতি: রবিউল ইসলাম রবি, মাহিদুল ইসলাম অঙ্কন, তানভির ইসলাম, রবিউল হক, মঈনুল ইসলাম সোহেল, অমিত মজুমদার, মো: মাসুম খান
গাজী গ্রুপ ক্রিকেটার্স: ইমরুল কায়েস, মেহেদি হাসান, আবু হায়দার রনি, রনি তালুকদার, শামসুর রহমান শুভ, মোশাররফ হোসেন রুবেল, কামরুল ইসলাম রাব্বি।
মোহামেডান স্পোর্টিং ক্লাব: রকিবুল হাসান, কাজি অনিক ইসলাম, ইরফান শুক্কুর, আব্দুল মজিদ, শফিউল ইসলাম, নিহাদুজ্জামান, নাদিফ চৌধুরী
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: আরিফুল হক, জাকির হাসান, মোহাম্মদ আল আমিন, এনামুল হক বিজয়, অলক কাপালি, আব্দুর রাজ্জাক, নাহিদুল ইসলাম।
শাইনপুকুর ক্রিকেট ক্লাব: শুভাগত হোম, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়, সৌম্য সরকার, সোহরাওয়ার্দী শুভ, ধীমান ঘোষ, শরিফুল ইসলাম
ব্রাদার্স ইউনিয়ন: জুনায়েদ সিদ্দিক, মিজানুর রহমান, ইয়াসির আলি চৌধুরী, ফজলে রাব্বি মাহমুদ, মো: শরিফউল্লাহ, নাঈম ইসলাম জুনিয়র, ইবাদত হোসেন চৌধুরী
উত্তরা স্পোর্টিং ক্লাব: নাজমুল ইসলাম অপু, সাব্বির রহমান, সানজামুল ইসলাম, তানজিদ হাসান তামিম, মিনহাজ খান রিফাত, শাকির হোসেন শুভ্র, সাজ্জাদ হোসেন
বিকেএসপি: শামিম হোসেন, আকবর আলি, পারভেজ হোসেন, মাহমুদ হাসান জয়, মুকিদুল ইসলাম, সুমন খান, আমিনুল ইসলাম বিপ্লব