আইসিসির নিয়ম লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশের অলরাউন্ডর মাহমুদউল্লাহ রিয়াদ ও নিউজিল্যান্ডের পেস বোলার ট্রেন্ট বোল্টকে জমিমানা করা হয়েছে। নিউজিল্যান্ড-বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে তারা নিয়ম লঙঘন করায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাদের এ শাস্তি দেয়।
আইসিসি রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল শনিবার ক্রাইস্টচার্চের বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচে আউট হওয়ার পর মাহমুদউল্লাহ রিয়াদ সাজঘরে ফেরার সময় বাউন্ডারিতে ব্যাট দিয়ে আঘাত করেন।
তাই তার বিরুদ্ধে আইসিসি কোড অব কন্ডাক্টের ২.২ ধারা ভঙ্গের অভিযোগে তুলা হয়। এই অভিযোগে মাহমুদউল্লাহকে ১৫ শতাংশ দ্বিতীয় ওয়ানডের ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
একই ম্যাচে পৃথক ঘটনায়, বাংলাদেশ যখন ব্যাটিং করছিল তখন ফিল্ডিংয়ে থাকা নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট বেশ কয়েক বার অযাচিত কথা উচ্চারণ করেন। তাই তার বিরুদ্ধে আইসিসি কোড অব কন্ডাক্টের ২.৩ ধারা ভঙ্গের অভিযোগ তোলা হয়। এতে বোল্টের একই ম্যাচে ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়।
শুধু তাই নয়, একইসাথে দুই ক্রিকেটারের নামের পাশে যুক্ত হয়েছে একটি করে ডিমেরিট পয়েন্টও।
দুই খেলোয়াড়ের বিরুদ্ধে অভিযোগ আনা হলে দুজনই ম্যাচ রেফারি স্টিভ বার্নার্ডের কাছে নিজেদের দোষ স্বীকার করেন নেন। ফলে প্রয়োজন পড়েনি আনুষ্ঠানিক কোনো শুনানির।