নেপিয়ারের মত ক্রাইস্টচার্চের ওয়ানডে ম্যাচেও সেঞ্চুরি করে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডকে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ দিলেন স্বাগতিক ওপেনার মার্টিন গাপটিল। প্রথম ওয়ানডে অপরাজিত ১১৭ রানের পর দ্বিতীয় ম্যাচে ১১৮ রান করেছেন তিনি।
ওয়ানডে ক্যারিয়ারে ১৬টি সেঞ্চুরি করেছেন গাপটিল। তবে বাংলাদেশের বিপক্ষে এখন অবধি তিনটি সেঞ্চুরি করেছেন গাপটিল। যার মাধ্যমে নিজের ওয়ানডে ক্যারিয়ারে টেস্ট খেলুড়ে কোন দলের বিপক্ষে বেশি সেঞ্চুরির রেকর্ড।
গাপটিল তার ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ ২টি করে সেঞ্চুরি করেছেন ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে।
বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত ১০ ম্যাচে ৬৪ দশমিক ৮৭ গড়ে ৩টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরিতে ৫১৯ রান করেছেন গাপটিল।
এদিকে বাংলাদেশের বিপক্ষে টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করায় আইসিসি র্যাংকিংয়ে তৃতীয় স্থানে ওঠে এসেছে নিউজিল্যান্ড। তাদের বর্তমান রেটিং পয়েন্ট ১১২। অন্যদিকে সিরিজ হেরে ২ রেটিং পয়েন্ট হারিয়েছে টাইগাররা। বর্তমানে ৯১ রেটিং নিয়ে সপ্তম স্থানেই রয়েছে বাংলাদেশ।